পাতা:বিদায়-আরতি.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

পল্‌টন্‌গুলা করে লুণ্ঠন,
যার-তার ঘরে ঢুকি’
নাগরিকে আর সৈনিকে, হায়,
বেধে গেল ঠোকাঠকি।
ভূলি প্রতিজ্ঞা রাজা বিরুধক
হুকুম করল জারি—
“শাক্যের কুল কর নির্ম্মূল
কি পুরুষ কিবা নারী।”
ঘরে ঘরে ওঠে ক্রন্দন-রোল—
কাঁদে নারী কাঁদে শিশু,
নাহি দেয় কান তাহে শয়তান
নিদারুণ বিজিগীষূ!
আগুন জ্বলিছে, খড়গ ঝলিছে,
রক্তে ফিনিক্‌ ছোটে,
তর্জ্জনে হাহাকারে একাকাব
আর্ত্ত ধূলায় লোটে;
আহত লোকের বুকের উপরে
ছুটে চলে ক্ষেপ। ঘোড়া,
তাগুবে মাতি’ নাচে ক্ষেপ হাতী,
বীভৎস আগাগোড়।

(সপ্তম হল্‌কা)



নগরমূখ্য শ্রীমহানামন্‌
ক্ষুব্ধ হৃদয়ে হায়,—
জীবন ভিক্ষা মাগিতে প্রজার
চলেছেন দ্রুতপায়।

৯০