পাতা:বিদায়-আরতি.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি তারে কি বিরূপ নিরখি’ ! আহা ডাগর চোখে কিসের তুঃখে হঠাৎ এই ছায়া, বুঝি প্রেমের ভাতি চিনলা না কেউ ভাব ল বেহায়া ; মরি বিষাদে তোর নীল হল মুখ হা রে হা । বিষ নাহি ভখি’,— বিমন নিরখি’ । কাল কেয়াফুলের সকল কলাপ— জর্দা গোলাপ ঝরল হঠাৎ যার পরেশের ঘায়, সে হাওয়৷ লাগল কি তোর গায় ? শুকিয়ে এল ঠোট দুটি হায় কঁপিছে যে কায় হেম-প্রতিমা ছায় রে কালিমায় সহসা দারুণ কোন ব্যথায় ? তুই চোখ তুলে আর চাইতে পারিস, হায় অভিমানী, বুঝি অকালে আজ মেঘ দেখে তোর নেই মুখে বাণী ; তোর সব সোহাগের নিব ল আলো হা রে হা ! কার আঁখির হেলায় দারুণ বেদনায় ! তোর উড়ে গেল ওড়না জরির, নীলাম্বরীর কাজল আঁকা আঁচল যায় উড়ে ফিরে আজ , গগন-কিনারায় ; ծ ՑԵ