এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মল্লিকুমারী
[ইনি মথুরার রাজকন্যা; মতান্তরে মিথিলার। মহাবীর, পার্শ্বনাথ, শীতলনাথ, শাস্তিনাথ, ঋষভদেব প্রভৃতির দ্যায় ইনি একজন জৈন তীর্থঙ্কর। চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে নারী-তীর্থঙ্কর এই একজন মাত্র। মল্লিকুমারীর আবির্ভাব কাল বুদ্ধদেবের অনেক পূর্ব্বে।]
সকল প্রাণীতে সমান দৃষ্টি,—
কারো প্রতি মোর বৈর নাহি;
অজানিতে যদি ঘটে অপরাধ
কীটেরও নিকটে ক্ষমা যে চাহি।
ছেড়েছি হরিষ-বিষাদের বিষ,
ছেড়েছি সকল উৎসুকতা,
রতি-আরতির ঘুচেছে দ্বন্দ্ব,
মোহের বন্ধ ছিন্ন-লতা।
অশোকের তলে একাকী বিরলে
করি’ তপস্যা পদ্মাসনে,
গেছে দীনভাব, ভীরুর স্বভাব,
সকল শোচনা গেছে তা’ সনে।
বিমল শ্রদ্ধা-নীরে নিরমল
চিতে অহিংসা নিয়েছি ব্রত,
সায় হ’য়ে আসে কলুষ-কষায়
নিশি-শেষে দুঃস্বপ্ন মত।
শুক্ল-ধ্যানের সাগর-বেলায়
আছি দাঁড়াইয়া শান্ত-আঁখি,
তবু মনে হয়—এখনো সময়
হয় নি, কি যেন রয়েছে বাকী।
১৬