পাতা:বিদায়-আরতি.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

স্কন্দ-ধাত্রী

আঁধার নভ পাপের ভিড়ে, বিশ্বে জাগে ত্রাস,
বাঘের রথে গ্রসন্‌ আসে কর্‌তে জগৎ গ্রাস।
ত্রসন্‌ আসে পিশাচ-রথে, জম্ভ-কুজম্ভ,
নিশানে কাক কালনেমি সে জীবন্ত দম্ভ!
ভ্রূকুটিতে ভুবন ভ’রে তারক সে দুর্ম্মদ
যোজনজোড়া হাজার ঘোড়ার ছোটয় বিপুল বথ।
আমাতিথির অতিথি ওই প্রচণ্ড ধূর্ত্ত
রোদনে দিক্‌ ভরিয়ে চলে, বৌদ্র মূহুর্ত্ত!
রথের ধুলায় ছায় নভতল, রাত্রি অকালে,
উর্দ্ধে ধ্রুব নিম্নে তপন সবায় ঠকালে।
ছুঁচ গলে না এম্‌নি জমাট ভরাট অন্ধকার,
গ্রাসের ত্রাসের আসন্নতায় বিশ্বে হাহাকার!
পলক-ভোল। তারার আঁখি তাও সে অন্ধপ্রায়,
কোলের মানুষ যায় না দ্যাখা, এম্‌নি আঁধার, হায়!
কোথায় গেলি অভ্রয়ন্তি!... বাজ পড়ে মাথে,
সাতটি দিনের বাছা মোদের নাই রে দোলাতে
ঘুমন্তে কে কর্‌লে চুরি!...ঘট্‌ল অনিষ্ট,...
হায় লো মেঘয়ন্ত্রী! মোদের মেঘ্‌লা অদৃষ্ট!
 * * *
অন্ধকারের বুক চিরে ও কাদের সিংহনাদ?
ভয়ের আঁধার ছিন্ন-করা জাগ্‌ল কি! ...আহলাদ
বিদ্যুতেরি হাজার-নরী দুলিয়ে তমসায়।
সংশয়েরি তমম্বিনীর কর্‌লে কে রে সায়!
কে আসে নিঃশঙ্ক মনে ময়ূর-বাহনে
অসুর-ছায়া-পিণ্ডী-কৃত-তিমির-দহনে!

৪৯