পাতা:বিদায়-আরতি.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

দাবীর চেয়ে সে ঢের বেশী দিয়ে
শুয়েছে মৃত্তিকায়।

(চতুর্থ হল্‌কা)



কপিলবাস্তু করি’ অবরোধ
ব’সে আছে বিরুধক,
ঘাঁটি-মুহড়ায় কড়া পাহারার
বেড়া দেছে কণ্টক।
যুদ্ধ নাহিক দীর্ঘ দিবস
কাটিছে স্তব্ধ ব’সে,
শাক্য-দুর্গ দূরন্দাজের
ধাক্কায় নাহি ধ্বসে।
রসদ ফুরায় কি হবে উপায়?
ফৌজ উঠিছে ক্ষেপে,
ছাউনির ধারে ব্যাধি উকি মারে,
কত রাখা যায় চেপে?
চোখ-রাঙানিতে ভুরু-ভঙ্গীতে
চেপে রাখা যায় কত?
অসন্তোষের আক্রোশ নিতি
ফণা তোলে শত শত।
“ছাউনী নাড়িব” কহে বিরুধক।
মন্ত্রী তা শুনি কয়—
“আমাদের চেয়ে অবরুদ্ধেরা
ঢের বেশী ক্লেশ সয়;
দাঁতে তৃণ করি’ তারা তো এখনো
আসেনি শিবিরে সবে;

৮৬