পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ (ζ ο বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা পাঞ্চপাদিক, যাহার পরিমাণ পাচ (Foot) পা । পাটীগণিত, (Arithmetic) অঙ্কবিদ্যা । পান্থনিবাস, (Inn) পথিকদিগের অবস্থিতি করিবার স্থান ; যে স্থানে নবাগত ব্যক্তিরা ভাটকপ্রদান পূৰ্ব্বক আপাততঃ অবস্থিতি করে । পারিপাশ্বিক, (Satellite) পাশ্ববর্তী, পাশ্বচর ; উপগ্রহ, কোনও বৃহৎ গ্রহের চতুদিকে ভ্রমণকারী ক্ষুদ্র গ্রহ। যথা ; পৃথিবীর পারিপাশ্বিক চন্দ্র । পুরাগত পৌরাণিক } পূৰ্ব্বতনকালীন । প্রকৃতি, (Nature) ঈশ্বরস্তষ্ট যাবতীয় পদার্থের সাধারণ সংজ্ঞ । প্রতিপোষক, (Patron) সহায়, আল্লকুল্যকারী। প্রতিভা, (Genius) অসাধারণ বুদ্ধিশক্তি । প্রবেশিকা, (Ticket) যাহা দেখাইলে প্রবেশ করিতে পাওয়া যায় ; টিকিট । প্রস্তরফলক, (Slate) শেলেট । প্রতিফলিক দূরবীক্ষণ, (Reflecting Telescope) আলোকের কিরণ সকল যে দূরবীক্ষণের মুকুরে প্রতিফলিত হইয়া সরলরেখায় গমন পূৰ্ব্বক প্রতিবিম্ব স্বরূপে পরিণত হয়। প্রাক্লত ইতিবৃত্ত, (Natural History) প্রকৃতিবিষয়ক বৃত্তান্ত, অর্থাৎ পৃথিবী ও তদ্যুৎপন্ন বস্তুসমুদায়ের বিবরণ। জন্তুবিদ্যা, ধাতুবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূবিদ্যা প্রভৃতি বিদ্যাসকল প্রাকৃত ইতিবৃত্তের অন্তর্গত। বন্ধুর, (Rough) উচ নীচ, আবুড়া খাবুড়া । TCHffRGIR, (Metaphysics) NR বুদ্ধি প্রভৃতি নির্ণায়ক শাস্ত্র । মণ্ডল, (State) প্রদেশ, রাজ্য । মধুখবত্তিক, মোমবাতি । মেরুদণ্ড, (Axis) ভূগোলের অন্তর্গত উভয়কেন্দ্ৰভেদী কাল্পনিক সরল রেখা। এই--রথা অবলম্বন করিয়া পৃথিবী পশ্চিম হইতে পূৰ্ব্বাভিমুখে দৈনন্দিন পরিভ্রমণ করে । রঙ্গভূমি, (Theatre) যেখানে নাটকের অভিনয় হয় । রাজবিপ্লব, (Revolution) রাজ্যশাসনের প্রচলিত প্রণালীর পরিবর্তন । রোমীয় সম্প্রদায়, (Romish Church) রোমনগরীয় ধৰ্ম্মালয়ের মতানুযায়ী খৃষ্টধৰ্ম্মাবলম্বী লোক । বিজ্ঞান, (Science) পদার্থের তত্ত্বনির্ণায়ক শাস্ত্র, যথা জ্যোতিবিদ্যা । বিজ্ঞাপনী, (Report) বাক্য অথবা লিপি দ্বাবা কোনও বিষয় বিদিত করা। বিধানশাস্ত্র, (Law) ব্যবস্থাশাস্ত্র । - বিমিশ্র গণিত, (Mixed Mathematics) যাহাতে পদার্থসম্বন্ধ রাশি নিরূপণ করা হয়। বিশপ, (Bishop) ধৰ্ম্মবিষয়ক অধ্যক্ষ । 婚