८बां८थांमग्न-शांडू ՖԳ> গোলাকার করিবার নিমিত্ত, ইহাতে হরিতাল মিশ্রিত করে । রসাঞ্জন মিশ্রিত করিলে, সীসেতে ছাপিবার অক্ষর নিৰ্ম্মিত হইয়া থাকে। उोंड এই ধাতু, জল অপেক্ষা, আট গুণ ভারী। ইহা লালবর্ণ, উজ্জল, দেখিতে অতি মুন্দর। ইহাকে পিটিয়া যেমন পাত করা যায়, তার তেমন হয় না। তাম্র, সকল ধাতু অপেক্ষ, অতি গম্ভীরশব্দজনক ; লৌহ অপেক্ষা, অনেক সহজে গলান যায়। এক যবোদরের মত স্থল তারে ৩ মণ ১৫ সের ভার ঝুলাইলেও, ছিড়িয়া যায় না । তাম্রে পয়সা প্রস্তুত হয়। তামার পাত করিয়া জাহাজের তলা মুড়িয়া দেয় ; তাহাতে জাহাজ শীঘ্ৰ চলে ও শঙ্খ শস্তৃক প্রভৃতি জাহাজের তলভেদ করিতে পারে না। অনেকে তামাতে পাকস্থালী, জলপাত্র প্রভৃতি প্রস্তুত করে। তিন ভাগ দস্তা ও চারি ভাগ তাম মিশ্রিত করিলে, পিত্তল হয় । পিত্তল দেখিতে অতি সুন্দর ; অনেক প্রয়োজনে লাগে । তামায় যত শীঘ্র মরিচা ধরে, পিতলে তত শীঘ্র ধরে না । পিতলে থালা, ঘটী, বাটী, কলসী, ইত্যাদি নানা বস্তু প্রস্তুত করে । স্থইডন, সাক্সনি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, পেরু, মেক্সিকো, চীন, জাপান, নেপাল, আগ্রা, আজমীর প্রভৃতি দেশে তাম্রের আকর অাছে। লৌহ লৌহ, সকল ধাতু অপেক্ষ, অধিক কার্য্যোপযোগী। এই ধাতুতে লাঙ্গলের ফাল, কোদাল, কাস্তিয় প্রভূতি কৃষিকার্য্যের যন্ত্র সকল নিৰ্ম্মিত হয়। ছুরি, কঁচি, কুড়াল, খন্ত, কাটারি, চাবি, কুলুপ, শিকল, পেরেক, ছুচ, হাত, বেড়ি, কড়া, হাতুড়ি, ইত্যাদি যে সকল বস্তু সৰ্ব্বদা প্রয়োজনে লাগে, সে সমুদয় লৌহে নিৰ্ম্মিত হইয়া থাকে। লৌহ, জল অপেক্ষ, সাত আট গুণ ভারী। ইহা, রঙ্গ ভিন্ন, আর সকল ধাতু অপেক্ষা লঘু। লোহাতে মানুষের চুলের সমান সরু তার হইতে পারে। ইহা সকল ধাতু অপেক্ষ অধিক ভারসহ ; এক যবোদরের মত স্থল তারে ৬ মণ ১৭ সের ভারী বস্তু ঝুলাইলেও, চিড়িয়া যায় না। লৌহ, সকল ধাতু অপেক্ষ, অধিক পাওয়া যায়, এবং সকল দেশেই ইহার আকর আছে । কিন্তু ইংলণ্ড, ফ্রান্স, সুইডন, রূশিয়া, এই কয় দেশে অধিক ।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২০১
অবয়ব