পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধোদয়—পরিশ্রম—অধিকার brసి যাইবে ; সমস্ত বস্ত্র, ক্রমে ক্রমে ছিন্ন হইবে এবং আর আর যে সকল বস্তু আছে, সমস্তই কালক্রমে শেষ হইবে । তাহ হইলে সকল লোককে, নানা কষ্ট পাইয়। প্রাণত্যাগ করিতে হইবে । বালকের পরিশ্রম করিয়৷ জীবিকানিৰ্ব্বাহ করিতে সমর্থ নহে। তাহারা যতদিন কৰ্ম্মক্ষম না হয়, পিতা মাতা তাহদের প্রতিপালন করেন । অতএব, যখন পিতা মাত৷ বৃদ্ধ হইয়া কৰ্ম্ম করিতে অক্ষম হন, তখন তাহাদের প্রতিপালন করা পুত্রদিগের অবশ্বকৰ্ত্তব্য কৰ্ম্ম ; না করিলে ঘোরতর অধৰ্ম্ম হয়। বালকগণের উচিত, বাল্যকাল অবধি পরিশ্রম করিতে অভ্যাস করে ; তাহ হইলে বড় হইয়। অনায়াসে সকল কৰ্ম্ম করিতে পরিবে, স্বয়ং অন্ন বস্ত্রের ক্লেশ পাইবে না, এবং বৃদ্ধ পিতা মাতার প্রতিপালন করিতেও পারগ হইবে । কোনও কোনও বালক এমন হতভাগ্য যে, সৰ্ব্বদা অলস হইয়। সময় নষ্ট করিতে ভালবাসে ; পরিশ্রম করিতে হইলে সৰ্ব্বনাশ উপস্থিত হয়। তাহারা বাল্যকালে বিদ্যাভ্যাস, এবং বড় হইয়া ধনেপোর্জন, কিছুই করিতে পারে না, স্থতরাং যাবজ্জীবন ক্লেশ পায়, এবং চিরকাল পরের গলগ্ৰহ হইয়া থাকে । যে ব্যক্তি পরিশ্রম করিয়া যে বস্তু উপার্জন করে, অথবা অন্তের দত্ত যে বস্তু প্রাপ্ত হয়, সে বস্তু তাহার । সে ভিন্ন অহের তাহা লইবার অধিকার নাই। যে বস্তু যাহার, তাহা তাহারই থাকা উচিত। লোকে জানে, আমি পরিশ্রম করিয়া যে বস্তু উপার্জন করিব, তাহা আমারই থাকিবে, অন্যে লইতে পারিবে না ; এজন্যই তাহার পরিশ্রম করিতে প্রবৃত্তি হয়। কিন্তু সে যদি জানিত, আমার পরিশ্রমের ধন অন্তে লইবে, তাহা হইলে তাহার কখনও পরিশ্রম করিতে প্রবৃত্তি হইত না । যদি কেহ অন্তের বস্তু লইতে বাঞ্ছা করে, ঐ বস্তু তাহার নিকট চাহিয়া অথবা কিনিয়া লওয়া উচিত ; অজ্ঞাতসারে অথবা বলপূৰ্ব্বক, কিংবা প্রতারণা করিয়া লওয়া উচিত নহে। এরূপ করিয়া লইলে, অপহরণ করা হয়। যদি কাহারও কোন দ্রব্য হারায়, তাহ পাইলে তৎক্ষণাৎ তাহাকে দেওয়া উচিত ; আপনার হইল মনে করিয়া লুকাইয়। রাখিলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ। দেখ, ধরা পড়িলে চোরকে কত নিগ্রহভোগ করিতে হয় ; তাহার কত অপমান ; সে সকলের ঘূণাস্পদ হয় ; চোর বলিয়া কেহ বিশ্বাস করে না ; কেহ তাহার সহিত আলাপ করিতে চাহে না । অতএব, প্রাণান্তেও পরের দ্রব্যে হস্তাপণ করা উচিত নহে ।