পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసిఫి বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা / অনুযায়ী গণনা অহসাবে ৩৫৫ বৎসর, আর সৌরমাসের অনুসারে ৩৪৫ বৎসর হইয়াছে। সুতরাং, এক্ষণে হিজিরার অব্দ ১৩৩১ ; ইলাহীর অব্দ ১৩১৯ । সাল ইলাহীর নামান্তর মাত্র। স্বায়ু—সৰ্ব্বশরীরে সঞ্চারিত স্বত্রবৎ পদার্থসমূহ । মস্তিষ্কের সহিত এই সকল পদার্থের যোগ আছে । এইজন্য কোনও বস্তু ইন্দ্রিয়গোচর হইলে তদ্বিষয়ক জ্ঞান জন্মে । হরিত—সবুজ । হেfর-—ইংরেজী এক ঘণ্টা, আড়াই দণ্ড কাল । ] বিদ্যাসাগর মহাশয়ের সমাজ ও সাহিত্যবিষয়ক বইগুলির র্তাহার জীবিতকালের সংস্করণ বহু কষ্টে সংগ্রহ করা গিয়াছে, কিন্তু শিক্ষাবিষয়ক সকল বইয়ের পুরাতন অর্থাৎ তাহার জীবিতকালের সংস্করণ বহু চেষ্টা করিয়াও সংগ্রহ করা যায় নাই । শিশুরা এই সকল বই পড়িবার জন্য সংগ্ৰহ করিয়াছে এবং পড়িতে পড়িতে ছিড়িয়াছে অথবা পড়িয়া ছিড়িয়া ফেলিয়াছে , কোনও লাইব্রেরিই এই সকল পুস্তক সংগ্ৰহ করিবার চেষ্টা করে নাই। 'বোধোদয়’ একখণ্ড আমরা ছেড়া অবস্থায় পাইয়াছি, সব পাতা নাই । যে যে স্থান নাই, পরবর্তী রিসিভারের সংস্করণ হইতে সেগুলি [ ] চিহ্নের মধ্যে মুদ্রিত হইল ।