পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬২ বিদ্যাসাগর-গ্রস্থাবলী—শিক্ষা কোনও সুযোগ দেখিতে না পাইয়া, তিনি স্থির করিলেন, রাখালি করিয়া যা কিছু পাইব, তাহা আর কোনও বিষয়ে ব্যয় করিব না ; যে সকল বালক লেখা পড়া জানে, তাহ। দিয়া সন্তুষ্ট করিয়া, তাহীদের নিকট শিক্ষা করিব । এই রূপে, ডুবাল লেখা পড়া শিখিতে আরম্ভ করিলেন বটে ; কিন্তু, আর আর দুষ্ট বালকেরা বিলক্ষণ ব্যাঘাত জন্মাইতে লাগিল । এজন্য, তিনি সৰ্ব্বদাই এই চিস্ত। করিতে লাগিলেন, যেখানে কোনও গোলমাল নাই, এমন স্থান কোথায় পাই ; এমন স্থান না পাইলে, লেখা পড়া শিখিবার সুবিধা হইবেক না । এক দিন, ইতস্ততঃ ভ্রমণ করিতে করিতে তিনি একটি আশ্রম দেখিতে পাইলেন । ঐ আশ্রমে, পালিমন নামে এক তপস্বী থাকিতেন । ডুবাল দেখিলেন, ঐ আশ্রম অতি নির্জন স্থান, কোনও গোলমাল নাই। এজন্য, তিনি মনে মনে স্থির করিলেন, যদি তপস্বী মহাশয়, অনুগ্রহ করিয়া, অামায় আশ্রমে থাকিতে দেন, তাহ হইলে, এখানে থাকিয়া, ভাল করিয়া, লেখা পড়া শিখিব। পরে, তিনি, তাহার নিকট, অপেন প্রার্থনা জানাইলেন। তপস্বী সম্মত হইলেন। ঐ সময়ে, আশ্রমে একটি ভূত্য নিযুক্ত করিবার প্রয়োজন ছিল। পালিমন ডুবালকে নিযুক্ত করিলেন। ডুবাল, যার পর নাই, আহলাদিত হইয়া, মনের সুখে, আশ্রমের কৰ্ম্ম করিতে, ও লেখা পড়া শিখিতে, লাগিলেন । কিছু দিন পরেই, পালিমনের কর্তৃপক্ষীয়ের, ঐ কৰ্ম্মে, অন্ত এক ব্যক্তিকে নিযুক্ত করিয়া পাঠাইলেন । সুতরাং, ডুবালের সে কৰ্ম্ম গেল ; এবং, আশ্রমে থাকিয়া, নির্বিঘ্নে লেখা পড়া করিবার যে সুযোগ ঘটিয়াছিল, তাহাও গেল। ডুবাল, যার পর নাই, দুঃখিত হইলেন । পালিমন অতিশয় দয়ালু ছিলেন । তিনি, ডুবালের দুঃখে দুঃখিত হইয়া, এক অনুরোধপত্র লিখিয়া, তাহাকে অন্য এক আশ্রমে পাঠাইয়া দিলেন । ঐ আশ্রমে কয়েক জন তপস্বী বাস করিতেন । র্তাহীদের কতিপয় ধেনু ছিল । র্তাহার, পালিমনের অনুরোধে, ডুবালকে সেই কয় ধেমুর রক্ষণাবেক্ষণে নিযুক্ত করিলেন। এই তপস্বীরা বড় ভাল লেখা পড়া জানিতেন না। কিন্তু, তাহাদের কতকগুলি পুস্তক ছিল । ডুবাল প্রার্থনা করাতে, তাহারা তাহাকে ঐ সকল পুস্তক পড়িতে, অনুমতি দিলেন। ডুবাল, এই অনুমতি পাইয়া, অতিশয় আহলাদিত হইলেন, এবং ইচ্ছামত, সেই সকল পুস্তক লইয়া, পড়িতে লাগিলেন । কিন্তু, এ পর্য্যস্ত, তাহার অধিক শিক্ষা হয় নাই ; এজন্ত, আপনি সমুদায় বুঝিতে পারিতেন না। যে সকল স্থান কঠিন বোধ হইত, কেহ আশ্রম দেখিতে আসিলে, তিনি র্তাহার নিকট জানিয়া লইতেন।