পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—উইলিয়ম হটন V)b-S বাস করিতে হইত। তাহার লেখা পড়া কিছুই জানিত না, এবং লেখা পড়া শিখিতেও তাহাদের ইচ্ছা ছিল না। এক দিনের বেত্ৰাঘাতে, পুষ্ঠের এক স্থান ক্ষত হইয়া গিয়াছিল। পরে, আর এক দিন, প্রহারকালে, বেত্রের অগ্রভাগ লাগিয়া, ঐ ক্ষত এত প্রবল হইয়া উঠিল যে, তাহ দেখিয়া, সকলে এই আশঙ্কা করিতে লাগিলেন, ঘা ভাল হওয়া কঠিন হইয়া উঠিবেক ; আর, হয় ত, ক্রমে ক্রমে, সমুদয় পিঠ পচিয়া যাইবেক । হটন, এই রূপে, এই স্থানে, সাত বৎসর কাটাইলেন। পরে, তাহার চৌদ্দ বৎসর বয়সের সময়, তাহার পিতা তাহাকে, তথা হইতে আনিয়া, আপন এক ভ্রাতার নিকট রাখিয়া দিলেন । এই ব্যক্তি, নটিংহম নগরে, মোজা বোন ব্যবসায় করিতেন। হটন, পিতৃব্যের নিকটে থাকিয়া, মোজা বোন শিখিতে লাগিলেন। র্তাহার পিতৃব্য নিতান্ত মন্দ লোক ছিলেন না ; কিন্তু পিতৃব্যপত্নী অতিশয় দুবৃত্ত। তিনি আপন স্বামীকে, ও স্বামীর নিকটে যাহার কৰ্ম্ম করিত, তাহ দিগকে, অতিশয় আহারের ক্লেশ দিতেন । এইরূপ ক্লেশ পাইয়াও, হটন, পিতৃব্যের নিকট, তিন বৎসর অবস্থিতি করিলেন । এক দিবস, তাহার পিতৃব্য র্তাহাকে কহিলেন, আজ তোমায় এই কৰ্ম্ম সমাপ্ত করিতে হইবেক । সে দিবস, সে কৰ্ম্ম সমাপ্ত হইয়া উঠিল না। এজন্য, তাহার পিতৃব্য, তাহাকে অলস ও অমনোযোগী স্থির করিয়া, প্রথমতঃ, আতিশয় তিরস্কার করিলেন ; পরিশেষে, ক্রোধে অন্ধ ও নিতান্ত নির্দয় হইয়া, বিলক্ষণ প্রহার করিলেন। হটনের মনে যার পর নাই ঘূণা জন্মিল, ও বিলক্ষণ অপমানবোধ হইল। তখন, তিনি তথা হইতে প্রস্থান কর। স্থির করিলেন, এবং, এক দিন, সুযোগ পাইয়া, আপনার কাপড়গুলি ও পিতৃব্যের বাক্স হইতে একটি টাকা পথখরচ লইয়া, পলায়ন করিলেন । এই স্থান হইতে প্রস্থান করিয়া, হটন যেরূপ কষ্ট পাইয়াছিলেন, তাহ শুনিলে, অতিশয় দুঃখ উপস্থিত হয় । তিনি, কোনও আশ্রয় না পাইয়া, প্রথম রাত্রি, এক মাঠে শয়ন করিয়া, কাটাইলেন, এবং প্রভাত হইলে, পুনরায় প্রস্থান করিলেন । কিন্তু, কোন দিকে যান, কি জন্যেই বা যান, যাইয়াই বা কি করিবেন, তাহার কিছুই ঠিকান ছিল না। তিনি কহিয়াছেন, এই রূপে, সমস্ত দিন ভ্রমণ করিয়া, সায়ংকালে, লিচুফিলডের নিকট উপস্থিত হইলাম ; নিকটে এক খামার দেখিয়া, মনে করিলাম, আজ, উহার মধ্যে থাকিয়া, রাত্রি কাটাইব । কিন্তু, খামারের দ্বার রুদ্ধ করা ছিল ; সুতরাং, উহার ভিতরে যাইতে পারিলাম না। তখন, পুটলি খুলিয়া, কাপড় পরিলাম, এবং, অবশিষ্ট কাপড় প্রভৃতি যাহা ছিল, সমুদয় বাধিয়া, বেড়ার আড়ালে লুকাইয়। রাখিয়া, নগর দেখিতে