পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sbペ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা গেলাম। দুই ঘণ্টা পরে, ফিরিয়া আসিয়া, কাপড় ছাড়িলাম। কিছু দূরে আর একটি খামার ছিল ; হয় ত, ঐখানে থাকিবার জায়গা পাইব, এই মনে করিয়া, সেখানে গিয়া দেখিলাম, সেখানেও থাকিবার উপায় নাই ; সুতরাং, ফিরিয়া আসিলাম ; ফিরিয়া আসিয়া দেখিলাম, আমার কাপড়ের পুটলি নাই ; তখন, হতবুদ্ধি হইয়া, বিস্তর খেদ ও রোদন করিলাম। আমার খেদ ও রোদন শুনিয়া, কতকগুলি লোক সেই স্থানে উপস্থিত হইলেন । তাহার, দেখিয়া শুনিয়া, একে একে, সকলে চলিয়া গেলেন। আমি একাকী, সেই স্থানে বসিয়া, রোদন করিতে লাগিলাম। কোনও ব্যক্তি কখনও এমন বিপদে পড়ে না । বিদেশে আসিয়া, সৰ্ব্বস্ব হারাষ্টয়া, রাত্রি দুই প্রহরের সময়ে, একাকী মাঠে বসিয়া, গালে হাত দিয়া, কতই ভাবিতে লাগিলাম। এক কপদকও সম্বল নাই ; কাহারও সহিত আলাপ নাই ; লাভের কোনও প্রত্যাশা নাই ; সত্বর, লাভের কোনও সুবিধা হইবেক, তাহারও সম্ভাবনা নাই ; কাল কি খাইব, তাহার সংস্থান নাই ; কোথায় যাইব, কি করিব, কাহাকে বলিব, তাহার কোনও ঠিকানা নাই । অনেক ক্ষণ ভাবিতে ভাবিতে, নিদ্রাকর্ষণ হইল ; তখন ভূতলে শয়ন করিয়া, রাত্রিযাপন করিলাম। পর দিন, প্রভাত হইবা মাত্র, হটন, পুনরায় প্রস্থান করিয়া, বরমিংহম নগরে উপস্থিত হইলেন । এই দিন, অন্য কোনও আহারসামগ্ৰী জুটিয়া উঠিল না ; কেবল, পথের ধারে যে সকল ক্ষেত্র ছিল, তাহা হইতে কিছু ফল মূল লইয়া, তিনি সে দিনের ক্ষুধার নিবৃত্তি করিলেন। পরিশেষে, নিতান্ত নিরুপায় দেখিয়া, তিনি এই স্থির করিলেন, পুনরায় পিতার শরণাপন্ন হই, তিনি যা করেন । পিতার নিকট উপস্থিত হইলে, তিনি তাহাকে, পুনরায়, তাহার সেই নির্দয় পিতৃব্যের নিকটে পাঠাইয়া দিলেন । তাহাকে, অগত্য, তথায় গিয়া, ক্ষমা প্রার্থনা করিতে হইল। পিতৃব্যও, ক্ষমা করিয়া, তাহাকে পুৰ্ব্ববৎ কৰ্ম্ম করিতে দিলেন। পিতৃব্যের আবাসে আসিয়া থাকিতে থাকিতে, তাহার, ভাল করিয়া লেখা পড়৷ শিখিতে, অতিশয় ইচ্ছা হইল। তিনি, অবসর কালে, মন দিয়া লেখা পড়া করিতে লাগিলেন, এবং, যত্বের ও পরিশ্রমের গুণে, অল্প দিনেই, বিলক্ষণ শিখিতে পারিলেন। কিছু দিন পরেই, তিনি শ্লোক রচনা করিতে আরম্ভ করিলেন। মোজাবোনা কৰ্ম্মে পরিশ্রম বিস্তর, কিন্তু লাভ তাদৃশ নাই ; ইহা দেখিয়া, তিনি পিতৃব্যের আলয় হইতে চলিয়া গেলেন, এবং আপন এক ভগিনীর বাটীতে গিয়া রহিলেন । এই ভগিনী অতিশয় সুশীলা ছিলেন। তিনি ভ্রাতাকে অতিশয় ভাল বাসিতেন, এবং,