পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—উইঙ্কিলমন \లిసిసి যত্ন ছিল। এজন্য কষ্টস্বীকার করিয়াও, তিনি র্তাহাকে এক বিদ্যালয়ে অধ্যয়ন করিতে দিয়াছিলেন । কিন্তু, অল্প দিনের মধ্যেই, উৎকট রোগে আক্রান্ত হইয়া, তাহাকে হাস্পাতালে গিয়া থাকিতে হইল । সুতরাং, পুত্রের লেখা পড়ার ব্যয়নির্বাহ করিতে পারা দূরে থাকুক, সংসার চলাই ভার হইয়া উঠিল । অতঃপর, উইঙ্কিলমন কিছু কিছু উপার্জন করিতে ন পারিলে, তাহার পিতার চল। ভার । বিদ্যাভ্যাসে বিসর্জন দিয়া, উপার্জনের চেষ্টা দেখা, তাহার পক্ষে, নিতান্ত অবিশু্যক হইয়া উঠিল । কিন্তু, তাহার একান্ত অভিলাষ, ভাল করিয়া লেখা পড়া শিখেন । সুতরাং, তিনি কোনও মতে, বিদ্যালয় পরিত্যাগ করিতে সম্মত ছিলেন না । তিনি সুশীল, পরিশ্রমী, ও লেখা পড়ায় অতিশয় যত্নবান ছিলেন ; এজন্য, তাহার অধ্যাপকের। তাহাকে অতিশয় স্নেহ করিতেন । এই সময়ে, তাহার, দয়া করিয়া, কিছু কিছু আনুকুল্য করিতে লাগিলেন । আর, তিনি নিজেও, অল্পপাঠী বালকদিগকে শিক্ষা দিয়া, কিছু কিছু পাইতে লাগিলেন । এই রূপে, যে আয় হইতে লাগিল, তদ্বারা পিতার ও নিজের সমুদয় ব্যয়ের নির্বাহ হইয়া উঠা কঠিন । সুতরাং, আর কিছু অায় ন হইলে চলে না । কিন্তু, তিনি আর কোনও আয়ের সহজ উপায় দেখিতে পাইলেন না। অবশেষে, অনেক ভাবিয়া চিন্তিয়া, রাত্রিতে, পথে পথে গান করিয়া, ভিক্ষা করিতে আরম্ভ করিলেন । তাহাতে কিছু কিছু অfয় হইতে লাগিল, এবং, দিনের বেলায়, বিদ্যালয়ে থাকিয়া নির্বিঘ্নে পড়া শুনাও চলিতে লাগিল । এই রূপে, অধ্যাপকদিগের আনুকূল্য পাইয়া, ও স্বয়ং কিছু কিছু উপার্জন করিয়া, আপনার ও পিতার ভরণ পোষণ সম্পন্ন করিতে লাগিলেন । বোধ হয়, বিদ্যালয়ের বালকের পক্ষে, ইহা অপেক্ষ অধিকতর কষ্টকর আর কিছুই হইতে পারে না । দেখ, বিদ্যাশিক্ষা বিষয়ে, উইঙ্কিলমনের কেমন যত্ন ছিল । কত কষ্ট পাইয়াছিলেন, তথাপি লেখা পড়া ছাড়েন নাই। প্রাণপণে যত্ন ও পরিশ্রম করিয়া, পরিশেষে, তিনি এক জন অতি প্রসিদ্ধ প্রধান পণ্ডিত হইয়াছিলেন ।