8২৬ বিদ্যাসাগর-গ্ৰস্থাবলী—শিক্ষা উপার্জন করিত, তাহ রহিত হইল ; এজন্য তাহার ও সন্তানগুলির কষ্টের পরিসীমা রহিল না। পূৰ্ব্বোক্ত সম্পন্ন ব্যক্তির যেরূপ অনুমতি ছিল, তদনুসারে সে এরূপ অবস্থায়, তাহার সম্পত্তির কিয়দংশ লইয়া, কষ্ট দূর করিতে পারিত। কিন্তু যেরূপ অবস্থা ঘটিলে, র্তাহার অনুমতি অনুসারে, তদীয় সম্পত্তির কিয়দংশ লইতে পারে, তখন তাহার সেরূপ অবস্থা ঘটে নাই, এই ভাবিয়া সে তাহাতে হস্তক্ষেপ করিল না । কিয়ৎকাল পরে, সেই স্ত্রীলোক ঐ সম্পন্ন ব্যক্তির অবধারিত মৃত্যুসংবাদ পাইল ; কিন্তু তিনি নিঃসন্তান মরিয়াছেন অথবা তাহার সন্তান আছে, তাহার কিছুমাত্র জানিতে পারিল না ; এজস্য তখনও সে র্তাহার সম্পত্তিতে হস্তাপণ করিল না। চারি বৎসর অতীত হইয়া গেল, তথাপি সে ঐ সম্পত্তিতে হস্তক্ষেপ করা উচিত বোধ করিল না। সে মনে মনে এই বিবেচনা করিতে লাগিল, যদিও তাহার সন্তান না থাকে, অন্য কোনও উত্তরাধিকারী থাকা অসম্ভব নহে ; যদি উত্তরাধিকারীও না থাকে, তাহার কেহ উত্তমণও থাকিতে পারে। আমি তাহার সম্পত্তি আত্মসাৎ করিব, আর তাহার উত্তরাধিকারীরা বা উত্তমণের বঞ্চিত হইবেন, ইহা কোনও ক্রমে ন্যায়ানুগত নহে। ক্রমাগত রোগভোগ করিয়া ও আহারের কষ্ট পাইয়া, বৃদ্ধার শরীর অবসন্ন হইয়। আসিতে লাগিল ; তথাপি সে, সেই সম্পত্তি আত্মসাৎ করা, কিংবা সেই সম্পত্তির কিয়দংশ লইয়া নিজ প্রয়োজনে নিয়োজিত করা, উচিত বিবেচনা করিল না । কিন্তু পাছে ন্যস্ত সম্পত্তি যথার্থ অধিকারীর হস্তে অৰ্পিত না করিয়া মরিয়া যায়, এই দুর্ভাবনায় সে অস্থির ও অসুখী হইতে লাগিল এবং এ বিষয়ে সবিশেষ অনুসন্ধান করিতে আরম্ভ করিল। অবশেষে বৃদ্ধ শুনিতে পাইল, ঐ সম্পন্ন ব্যক্তি প্রশিয়া দেশে বিবাহ করিয়াছিলেন ; তথtয় তাহার পত্নী ও কতিপয় শিশুসন্তান বিদ্যমান আছেন । তখন বৃদ্ধার আহলাদের সীমা রহিল না। সে অবিলম্বে র্তাহার পত্নীর নিকট এই সংবাদ পাঠাইল, আপনার স্বামী, আমার নিকট প্রচুর অর্থ রাখিয়া গিয়াছেন ; আপনি সত্বর আসিয়া লইয়া যাইবেন । তদনুসারে তিনি বৃদ্ধার ভবনে উপস্থিত হইলে, সে সমস্ত সম্পত্তি তাহার হস্তে অৰ্পিত করিয়া বলিল, আজ আমি নিশ্চিন্ত হইলাম, আমার সকল দুর্ভাবনা দূর হইল। বোধ হয় আমি অধিক দিন বাচিব না ; আর কিছু দিন আমি আপনাদের সংবাদ না পাইলে, আপনারা এই সম্পত্তিতে বঞ্চিত হইতেন । এই বলিয়া, বৃদ্ধা, যেরূপে ঐ সম্পত্তি তদীয় হস্তে স্যস্ত হইয়াছিল, তাহার সবিশেষ নির্দেশ করিল। ধনস্বামীর পত্নী, অসম্ভাবিতরূপে প্রভূত সম্পত্তি প্রাপ্ত হইয়া, যত
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৪৮
অবয়ব