8○8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ১৭৮৭ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাসের শেষভাগে, মিজিঅর পত্নীর প্রাণত্যাগ হইল । পারী নগরে, অনাথ বালকবালিকাদিগের ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণের নিমিত্ত, দীনাশয় নামে স্থান আছে। কেহ কেহ লা ব্লন্দকে এই পরামর্শ দিল, অতঃপর তুমি এই দুটি শিশুকে দীনাশ্রমে পাঠাইয়া দাও । সে, এই প্রস্তাব শুনিয়া অতি রোষ ও ঘৃণা প্রদর্শন করিয়া বলিল, আমি ইহাদিগকে কখনই ছাড়িতে পারিব না ; ইহাদিগকে আমার বাসস্থানে লইয়া যাইব । আমার যে দুই শত ফ্রাঙ্ক আয় আছে, তদ্বারা আমার নিজের ও ইহাদের ভরণপোষণ অনায়াসে সম্পন্ন হইবে । সাধুতার পুরস্কার পারী নগরে এক ব্যক্তি অতি দরিদ্র ছিলেন। তিনি বহু কষ্টে দিনপাত করিতেন । সুইজেৎ নামে এক তরুণী ভ্রাতৃতনয়া ব্যতিরিক্ত, র্তাহার আর কেহই ছিল না । এই ভ্ৰাতৃকন্যা অতি সুশীলা ও সচ্চরিত্র ছিল, এবং আপন পিতৃব্যকে অতিশয় ভালবাসিত । নিতান্ত অসঙ্গতিপ্রযুক্ত, পিতৃব্য, ভ্রাতৃতনয়ার ভরণপোষণ করিতে পারিতেন না । সে, এক গৃহস্থের বাটীতে দাসীবৃত্তি করিয়া, জীবিকানিৰ্ব্বাহ করিত ; এবং বেতনস্বরূপ যৎকিঞ্চিৎ যাহা পাইত, তাহ দিয়া পিতৃব্যের আনুকূল্য করিত। কিছুদিন পরে, ঐ কন্যার বিবাহের সম্বন্ধ স্থির ও দিন নিৰ্দ্ধারিত হইল। সমুদয় আয়োজন হইতেছে, দুই তিন দিনের মধ্যে বিবাহ হইবে ; এমন সময়ে, সহসা তদীয় পিতৃব্যের মৃত্যু হইল। তাহার এমন সঙ্গতি ছিল না যে, অস্ত্যেষ্টিক্রিয়ার ব্যয়নিৰ্ব্বাহ হয়। তখন সুইজেৎ বরকে বলিল, দেখ, আমার পিতৃব্যের মৃত্যু হইয়াছে ; তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইবার কোনও উপায় নাই । আমি বৈবাহিক পরিচ্ছদ কিনিবার নিমিত্ত যে সঞ্চয় করিয়া রাখিয়াছি, তাহা ভিন্ন আমার হস্তে এক কপর্দকও নাই। এক্ষণে তাহা দ্বারা তাহার অস্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করি ; পরে, পুনরায় সঞ্চয় করিয়া, পরিচ্ছদ কিনিব। আপাততঃ কিছুদিনের নিমিত্ত, আমাদের বিবাহ স্থগিত থাকুক। সুইজেৎ যে বাটতে কৰ্ম্ম করিত, ঐ বাটীর কত্রী, তাহার প্রস্তাব শুনিয়া, উপহাস করিতে লাগিলেন ; এবং বলিলেন, তোমার পিতৃব্যের অস্ত্যেষ্টিক্রিয়া যেরূপে সম্পন্ন হয় হউক, সে অনুরোধে উপস্থিত বিবাহ স্থগিত রাখা কোনও মতে উচিত নহে। অতএব,
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৫৬
অবয়ব