পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 885 বৃদ্ধার ঈদৃশী উদারচিত্তত দেখিয়া, মহানুভব ডিউক মহোদয় যৎপরোনাস্তি প্রত হইলেন, এবং তৎক্ষণাৎ পাঁচটি স্বর্ণমুদ্রা বহিস্কৃত করিয়া, তদীয় হস্তে প্রদান পুৰ্ব্বক বলিলেন, তোমায় অবশ্যই লইতে হইবে ; যদি না লও, আমি যারপরনাই ক্ষুব্ধ ও দুঃখিত হইব । বৃদ্ধা, তদীয় দয়ালুত ও বদান্ততার একশেষ দর্শনে, মোহিত ও চমৎকৃত হইয়া, কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়। রহিল ; অনন্তর অশ্রুপুর্ণ লোচনে ভক্তিপূর্ণ বচনে বলিল, মহাশয়, অধিক আর কি বলিব, আপনি দেবতা, মানুষ নহেন। রাজকীয় বদান্তত একদিন অপরাহু সময়ে ইংলণ্ডের অধীশ্বর তৃতীয় জর্জ, একাকী পদব্রজে ভ্রমণ করিতেছিলেন। সেই সময়ে, দুই দীন বালক সহসা তাহার সম্মুখে উপস্থিত হইল। তাহারা তাহাকে রাজ্যেশ্বর বলিয়া জানিত না ; সামান্য ধনবান মনুষ্য স্থির করিয়া, র্তাহার সম্মুখে জানু পাতিয়া উপবিষ্ট হইল ; এবং মহাশয়, আমাদের অতিশয় ক্ষুধ হইয়াছে ; সমস্ত দিন আহার পাই নাই ; দয়া করিয়া, আমাদিগকে কিছু দেন । এই বলিতে বলিতে তাহাদের গণ্ডস্থল বহিয়া অশ্রুধারা পরিশ্রুত হইতে লাগিল ; কণ্ঠরোধ হওয়াতে, তাহারা আর অধিক বলিতে পারিল না । এই ব্যাপার দর্শনে, জর্জের অন্তঃকরণে করুণার সঞ্চার হইল । তখন তিনি, তাহাদের হস্তে ধরিয়া ভূমি হইতে উঠাইলেন ; এবং আশ্বাসপ্রদান পূর্বক তাহাদের অবস্থার বিষয়ে সবিশেষ সমস্ত জানাইবার নিমিত্ত অনুরোধ করিতে লাগিলেন। এইরূপে আশ্বাসিত হইয়া, তাহারা বলিল, মহাশয়, আমরা অতি দীন । কিছু দিন হইল, আমাদের জননী পীড়িত হইয়াছিলেন ; পথ্য ও ঔষধ না পাইয়। আজ তিন দিন হইল প্রাণত্যাগ করিয়াছেন ; তিনি মৃত পতিত আছেন ; অর্থাভাবে এ পর্য্যন্ত র্তাহার অস্ত্যেষ্টিক্রিয়া হয় নাই। আমাদের পিতা আছেন ; তিনিও অতিশয় পীড়িত হইয়া, আমাদের মৃত জননীর পাশ্বে পড়িয়া আছেন ; অর্থাভাবে তাহারও চিকিৎসা হইতেছে না। যেরূপ তাবস্থা, তাহাতে তিনিও ত্বরায় প্রাণত্যাগ করিবেন, সন্দেহ নাই। এই বলিতে বলিতে, তাহাদের নয়নযুগল হইতে প্রবলবেগে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল । Qや