পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ રજે তিনি পাটনা অভিমুখে যাত্রা করিলে, পরাক্রান্ত রামনারায়ণ, নগররক্ষার এক প্রকার উদ্যোগ করিয়া, সাহায্যপ্রাপ্তির নিমিত্ত, মুরশিদাবাদে পত্র লিখিলেন। কর্ণেল কালিয়ড তৎকালে সৈন্যের অধ্যক্ষ ছিলেন ; তিনি, ইংলণ্ডীয় সৈন্য লইয়া, তৎক্ষণাৎ প্রস্থান করিলেন ; এবং মীরনও, স্বীয় সৈন্য সমভিব্যাহারে, তাহার অনুগামী হইলেন । মীরন, ইতঃপূৰ্ব্বে, দুই নিজ কৰ্ম্মকারকের প্রাণদণ্ড করিয়াছিলেন, এবং স্বহস্তে দুই ভোগ্য৷ কামিনীর মস্তকচ্ছেদন করেন। আলিবর্দি খার দুই কন্যা, ঘেসিতি বেগম ও আমান বেগম, আপন আপন স্বামী নিবাইশ মহম্মদ ও সায়দ আহম্মদের মৃত্যুর পর, গুপ্ত ভাবে ঢাকায় বাস করিতেছিলেন। মীরন, এই যুদ্ধযাত্রা কালে, তাহাদের প্রাণবধ করিতে আজ্ঞাপ্রেরণ করিলেন। ঢাকার গবর্ণর, এই নিষ্ঠুর ব্যাপারের সমাধানে অসম্মত হওয়াতে, তিনি আপন এক ভূত্যকে এই আজ্ঞা দিয়া পাঠাইলেন যে, তাহাদিগকে, মুরশিদাবাদে আনয়নচ্ছলে, নৌকায় আরোহণ করাইয়া, পথের মধ্যে নেীক সমেত জলমগ্ন করিবে । এই নিদেশ প্রকৃত প্রস্তাবেই প্রতিপালিত হইল। হত্যাকারীরা, ডুবাইয়া দিবার নিমিত্ত, নৌকার ছিপি খুলিবার উপক্রম করিলে, কনিষ্ঠ ভগিনী করুণ স্বরে কহিলেন, হে সৰ্ব্বশক্তিমন জগদীশ্বর । আমরা উভয়েই পাপীয়সী ও অপরাধিনী বটে, কিন্তু মীরনের কখনও কোনও অপরাধ করি নাই ; প্রত্যুত, আমরাই তাহার এই সমস্ত আধিপত্যের মূল । মীরন, প্রস্থান কালে, স্বীয় স্মরণপুস্তকে এই অভিপ্রায়ে তিন শত ব্যক্তির নাম লিখিয়াছিলেন যে, প্রত্যাগমন করিয়া তাহাদের প্রাণদণ্ড করিবেন । কিন্তু আর র্তাহাকে প্রত্যাগমন করিতে হইল না। কর্ণেল কালিয়ড রামনারায়ণকে এই অনুরোধ করিয়াছিলেন, যাবৎ আমি উপস্থিত ন হই, আপনি, কোনও ক্রমে, সম্রাটের সহিত সংগ্রামে প্রবৃত্ত হইবেন না । কিন্তু তিনি, এই উপদেশ অগ্রাহ করিয়া, নগর হইতে বহির্গমন পূর্বক, সম্রাটের সহিত সংগ্রামে প্রবৃত্ত হইয়া, সম্পূর্ণ রূপে পরাজিত হইলেন। সুতরাং, পাটনা নিতান্ত অশরণ হইল। সম্রাট, এক উদ্যমেই, ঐ নগর অধিকার করিতে পারিতেন ; কিন্তু, অগ্রে তাহার চেষ্টা না করিয়া, দেশমুণ্ঠনেই সকল সময় নষ্ট করিলেন। ঐ সময় মধ্যে, কালিয়ড, স্বীয় সমুদয় সৈন্ত সহিত, উপস্থিত হইলেন এবং অবিলম্বে সম্রাটের সৈন্য আক্রমণের প্রস্তাব করিলেন । কিন্তু মীরন, ফেব্রুয়ারির দ্বাবিংশ দিবসের পূৰ্ব্বে গ্রহ সকল অমুকুল নহেন, এই বলিয়া আপত্তি উত্থাপন করাতে, প্রস্তাবিত আক্রমণ স্থগিত রহিল ।