Wyo বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ২০এ, সম্রাট, তাহাদের উভয়ের সৈন্য এক কালে আক্রমণ করিলেন। মীরনের পঞ্চদশ সহস্ৰ অশ্বারোহ সহসা ভঙ্গ দিয়া পলায়ন করিল। কিন্তু কর্ণেল কালিয়ড, দৃঢ়তা ও অকুতোভয়ত সহকারে, সম্রাটের সৈন্ত আক্রমণ করিয়া, অবিলম্বে পরাজিত করিলেন। শাহ আলম, সেই রাত্রিতেই, শিবিরভঙ্গ করিয়া, রণক্ষেত্রের পাচ ক্রোশ অন্তরে গিয়া অবস্থিতি করিলেন। অনন্তর, তিনি, স্বীয় সেনাপতির পরামর্শ অনুসারে, গিরিমার্গ দ্বারা অতর্কিত রূপে গমন করিয়া, সহসা মুরশিদাবাদ অধিকার করিবার আশয়ে, প্রস্থান করিলেন । এই প্রয়াণ অতি ত্বর পূর্বক সম্পাদিত হইল। কিন্তু মীরন, জানিতে পারিয়া, দ্রুতগতি পোত দ্বারা, আপন পিতার নিকট এই সম্ভাবিত বিপদের সংবাদ প্রেরণ করিলেন। অল্প কাল মধ্যেই, সম্রাট, মুরশিদাবাদের পঞ্চদশ ক্রোশ দূরে, পৰ্ব্বত হইতে অবতীর্ণ হইলেন ; কিন্তু, সত্বর আক্রমণ না করিয়া, জনপদ মধ্যে অনর্থক কালহরণ করিতে লাগিলেন । এই অবকাশে কর্ণেল কালিয়ডও আসিয়া পহুছিলেন । উভয় সৈন্য পরস্পর দৃষ্টিগোচর স্থানে শিবির সন্নিবেশিত করিল। ইঙ্গরেজের যুদ্ধদানে উদ্ভত হইলেন ; কিন্তু সম্রাট, সহসা অসম্ভব ত্ৰাসযুক্ত হইয়া, পাটনা প্রতিগমন পূর্বক, ঐ নগর দৃঢ় রূপে অবরোধ করিলেন। ঐ সময়ে, পূৰ্ণিয়ার গবর্ণর কাদিম হোসেন খাও, তাহার সাহায্য করিবার নিমিত্ত, স্বীয় সৈন্য সহিত যাত্রা করিলেন । সম্রাট, ক্রমাগত নয় দিবস, পাটন আক্রমণ করিলেন। প্রথমতঃ, নিশ্চিত বোধ হইয়াছিল, উক্ত নগর অবিলম্বে তাহার হস্তগত হইবেক । কিন্তু, কাপ্তেন নক্স অত্যন্ত্র সৈন্ত সহিত সহসা পাটনায় উপস্থিত হওয়াতে, সে আশঙ্কা দুর হইল । তিনি, কর্ণেল কালিয়ড কর্তৃক প্রেরিত হইয়া, বৰ্দ্ধমান হইতে ত্রয়োদশ দিবসে তথায় উপস্থিত হইলেন, এবং রাত্রিতে, বিপক্ষের শিবির পরীক্ষা করিয়া, পর দিন, তাহীদের মধ্যাহ্নকালীন নিদ্রার সময়, আক্রমণ করিলেন। সম্রাটের সেনা সম্পূর্ণ রূপে পরাজিত হইল। তখন তিনি, আপন শিবিরে অগ্নিদান করিয়া, পলায়ন করিলেন । দুই এক দিন পরে, কাদিম হোসেন খা, ষোড়শ সহস্র সৈন্য সমভিব্যাহারে হাজীপুরে পহুছিয়া, পাটনা আক্রমণের উপক্রম করিলেন। কিন্তু কাপ্তেন নক্স, সহস্রের অনধিক সৈন্য মাত্র সহিত গঙ্গা পার হইয়া, তাছাকে সম্পূর্ণ রূপে পরাজিত করিলেন। এই জয়লাভকে অসাধারণ সাহসের কার্য্য বলিতে হইবেক । এই জয়লাভ দর্শনে, এতদেশীয় লোকেরা ইঙ্গরেজদিগকে মহাপরাক্রান্ত নিশ্চয় করিলেন। এই যুদ্ধে, রাজা
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫২
অবয়ব