পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8వ করিতে লাগিলেন। আলমারিতে দুইটি দেরাজ ছিল। একটা দেরাজ খুলিয়া, তাহার ভিতরে, তিনি দুইটি টাকার থলি দেখিতে পাইলেন ; থলি খুলিয়। গণিয়া দেখিলেন, প্রত্যেক থলিতে দুই শত গিনি আছে। এই গিনিগুলি আত্মসাৎ করিলে, তিনি যাবজ্জীবন সুখে ও স্বচ্ছন্দে, কালযাপন করিতে পারিতেন। যদিও, যার পর নাই দুঃখী ছিলেন ; কিন্তু, অর্থলোভে অসৎ পথে পদার্পণ করিতে পারেন, তিনি সেরূপ প্রকৃতির লোক ছিলেন না । তিনি সাতিশয় ধৰ্ম্মশীল ও ন্যায়পরায়ণ ছিলেন ; অসৎ উপায়ে অর্থলাভ কর। অতি গহিত ও ধৰ্ম্মবিরুদ্ধ কৰ্ম্ম বলিয়। বিবেচন। করিতেন । তিনি, মনে মনে এই আলোচনা করিতে লাগিলেন, ইহা যথার্থ বটে, আমি এই আলমারি কিনিয়াছি ; সুতরাং, আলমারিতে আমার স্বত্ব ও অধিকার জন্মিয়াছে ; কিন্তু আলমারি কিনিয়াছি বলিয়া, আলমারির অভ্যন্তরস্থিত চারি শত গিনিতে, কোনও মতে, আমার স্বত্ব ও অধিকার জন্মিতে পারে না। অতএব, অর্থলোভের বশীভূত হইয়া, এই গিনিগুলি আত্মসাৎ করিলে, নিতান্ত নীচাশয় ও যার পর নাই অধাৰ্ম্মিকের কার্য্য করা হইবে। পরস্বহরণ, লোকতঃ ও ধৰ্ম্মতঃ, সৰ্ব্বতোভাবে, নিতান্ত ন্যায়বিরুদ্ধ কৰ্ম্ম । এই সিদ্ধান্ত করিয়া, তিনি, গিনি লইয়। মৃত পাদরির উত্তরাধিকারীদিগের নিকট উপস্থিত হইলেন ; এবং সবিশেষ সমস্ত, তাতাদের গোচর করিয়া, গিনিগুলি তাহদের সম্মুখে রাখিয়া দিলেন । তাহার, তদীয় ঈদৃশ আচরণ দর্শনে যৎপরোনাস্তি প্রীত ও চমৎকৃত হইলেন ; এবং এই পৃথিবীতে আর কেহ, আপনকার হায় ধৰ্ম্মশীল ও ন্যায়পরায়ণ আছেন, আমাদের এরূপ বোধ হয় না ; এইরূপ বলিয়া, মুক্তকণ্ঠে তাহাকে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন । শঠতা ও দুরভিসন্ধির ফল এক দীন কৃষিজীবী, টস্কানির অধীশ্বর আলেগজাণ্ডারের নিকটে উপস্থিত হইল ; এবং নিবেদন করিল, মহারাজ, আমি একদিন একটি মোহরের থলি পাইয়াছিলাম ; খুলিয়া দেখিলাম, উহার ভিতরে যাটিটি মোহর আছে। লোকমুখে শুনিতে পাইলাম, ঐ থলিটি ফ্রিযুলিনামক সওদাগরের ; তিনি প্রচার করিয়া দিয়াছেন, যে ব্যক্তি, এই হারাণ থলি পাইয়া, তাহার নিকটে উপস্থিত করিবে, তিনি তাহাকে দশ মোহর পুরস্কার দিবেন। এই কথা শুনিয়া, আমি র্তাহার নিকটে উপস্থিত হইলাম ; এবং মোহরের থলিটি তাহার