পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8:38 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এক ডাক্তার, কিঞ্চিৎ দূরে অলক্ষিতভাবে অবস্থিত হইয়া, এই কথোপকথন শুনিতেছিলেন। তিনি বালকের মুখে এই সকল কথা শুনিয়া, সাতিশয় আহলাদিত হইলেন ; এবং তৎক্ষণাৎ তাহার সম্মুখবর্তী হইয়া বলিলেন, ওহে বালক, তুমি ঠিক বলিয়াছ ; আমার সঙ্গে আইস, আমি তোমায় নিযুক্ত করিব ; আমার, তোমার মত পরিচারকের প্রয়োজন আছে । এই বলিয়, তিনি সেই বালককে আপন আলয়ে লইয়া গেলেন ; এবং তাহাকে যে সকল কৰ্ম্ম করিতে হইবে, সে সমুদয় বলিয়া দিলেন। বালক, এইরূপে নিযুক্ত হইয়া, যথোচিত যত্ন ও পরিশ্রম সহকারে কার্য্য করিতে লাগিল ; একদিন একক্ষণের জন্যও আলস্য বা ঔদাস্ত করিল না । তদর্শনে ডাক্তার, যার পর নাই খ্ৰীতিপ্রাপ্ত হইয়াছিলেন । সংসারে নম্র হইয়া চলা উচিত আমেরিকা মহাদ্বীপে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে এক ব্যক্তি ছিলেন । তিনি অসাধারণ বুদ্ধিমান, বিখ্যাত বিদ্বান, বিলক্ষণ কাৰ্য্যদক্ষ ও রাজনীতিবিষয়ে বহুদশী ছিলেন ; এবং কি স্বদেশে, কি বিদেশে, অসাধারণ ব্যক্তি বলিয়া পরিগণিত হইয়াছিলেন । যখন তাহার বয়স অল্প, সে সময়ে, তিনি, ডাক্তার কটন মেথরের নিকট একটি উপদেশ পাইয়াছিলেন ; ঐ উপদেশের উল্লেখ করিয়া, তদীয় পুত্র ডাক্তার সামুয়েল মেথরকে ১৭৮১ খৃষ্টাব্দে ১২ই মে, পাসিনামক স্থান হইতে যে পত্র লিখিয়াছিলেন, তাহার মৰ্ম্ম নিমে নিদিষ্ট হইতেছে। ১৭২৪ সালে আমি আপনার পিতার সহিত শেষ দেখা করি ; তৎপরে আর আমার র্তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। কিয়ৎক্ষণ কথোপকথন করিয়া, আমি তাহার নিকট বিদায় হইলাম। প্রস্থানকালে তিনি আমায় একটি পথ দেখাইয়া দিলেন ; এবং বলিলেন, এই পথটি সোজা ; এই পথ দিয়া গেলে, অপেক্ষাকৃত অল্প সময়ে বাট হইতে বহির্গত হইতে পারিবে । এই পথটি অল্পপরিসর ; মধ্যস্থলে মাথার উপর একটি কড়িকাঠ ছিল। আমি ঐ পথ দিয়া চলিলাম। . আপনকার পিতা আমার পশ্চাৎ আসিতেছিলেন । এই সময়েও আমরা কথোপকথন করিতেছিলাম। কিয়ৎক্ষণ পরে, আপনকার পিতা, ব্যস্ত হইয়া বলিলেন, মাথা নীচ কর, মাথা নীচ কর । কি জন্য তিনি ব্যস্ত হইয়। ওরূপ বলিলেন, তৎকালে তাহ বুঝিতে পারিলাম না । কিঞ্চিৎ পরেই কড়িকাঠে আমার মাথা ঠোকা