বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ ¢ »ዓ দস্থ্যর এইরূপ অকুতোভয়তা ও স্বরূপবাদিত দর্শনে, আলেকজাণ্ডর যার পর নাই প্রীতি প্রাপ্ত হইলেন, তৎক্ষণাৎ তাহার বন্ধনমোচনের এবং সমুচিত পরিচর্য্যার আদেশ প্রদান করিলেন ; অনন্তর, একাস্তে আসীন হইয়া, দস্থ্য ও দিগ্বিজয়ীর বিশেষ কি, এই বিষয় নিবিষ্ট চিত্তে চিন্তা করিতে লাগিলেন । নৃশংসতার চূড়ান্ত সুপ্রসিদ্ধ নাবিক কলম্বস আমেরিকা মহাদ্বীপ আবিষ্কৃত করিলে, সৰ্ব্বপ্রথম তথায় স্পানিয়ার্ডদিগের অধিকার ও আধিপত্য প্রতিষ্ঠিত হয়। র্তাহার, অর্থলালসা চরিতার্থ করিবার নিমিত্ত, দুর্বল নিরপরাধ আদিম নিবাসী লোকদিগের উপর যৎপরোনাস্তি অত্যাচার করেন। কেয়নাবো নামে এক ব্যক্তি কোন প্রদেশের অধিপতি ছিলেন । স্পানিয়ার্ডের, তাহাকে অধিকারচু্যত ও কারাগারে রুদ্ধ করিয়া রাখেন। তিনি কারাগারে থাকিয়া, অশেষবিধ কষ্ট ও যাতন ভোগ করিয়া, প্রাণত্যাগ করেন । এই রূপে র্তাহার অধিকারভ্রংশ ও দেহযাত্রার পর্য্যবসান হওয়াতে, তদীয় সহধৰ্ম্মিণী, এনকেয়োনা, নিতান্ত নিরুপায় ও নিঃসহায় হইলেন ; তাহার সহোদর, বিহিচিয়ে, জারাগুয়া প্রদেশের অধিপতি ছিলেন, তাহার অধিকারে গিয়া আশ্রয় গ্রহণ করিলেন । কিছু দিন পরে, বিহিচিয়ের মৃত্যু হইল। র্তাহার ভগিনী, এনকেয়োনা, তদীয় অধিকারে প্রতিষ্ঠিত হইলেন। ইতিপূৰ্ব্বে স্পানিয়ার্ডের র্তাহার সর্বনাশ করিয়াছিলেন। কিন্তু তিনি, বৈরসাধনবুদ্ধির অধীন না হইয়া, তাহদের প্রতি অত্যন্ত সদয় ব্যবহার করিতে লাগিলেন । র্তাহীদের অনিষ্টচেষ্টা বা উচ্ছেদবাসনা, এক ক্ষণের জন্যে, তাহার উন্নত অস্তঃকরণে উদিত হয় নাই । ফলতঃ, তিনি বিলক্ষণ মহানুভাবা ও উদারস্বভাব। ছিলেন । কিন্তু, এনকেয়োনার সৌজন্য ও সদয় ব্যবহার দর্শনে, স্পানিয়ার্ডদিগের সেনাপতি ওবেণ্ডে স্থির করিলেন, জারাগুয়াবাসীরা, বিশ্বাস জন্মাইয়া, অনায়াসে আমাদের উচ্ছেদসাধন করিতে পারিবেক, এই অভিপ্রায়েই এরূপ আত্মীয়তা করিতেছে ; অতএব, তাহাদিগকে সমুচিত প্রতিফল দেওয়া উচিত। অনন্তর, তিনি, সৈন্যসংগ্রহপূর্বক, তৎপ্রদেশভিমুখে প্রস্থান করিলেন ; প্রচার করিয়া দিলেন, এনকেয়োনার সহিত সাক্ষাৎকারমাত্র এই যাত্রার উদ্দেশ্য।