বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্নসঞ্চরণ ইটালির অন্তঃপাতী পেড়ুয়া নগরে সাইরিলে নামে এক ব্যক্তি ছিলেন। তিনি স্বভাবতঃ সুশীল, সচ্চরিত্র, সরলছদয় ও ধৰ্ম্মপরায়ণ ; কিন্তু, স্বপ্লাবস্থায় ইহার সম্পূর্ণবিপরীতভাবাপন্ন হইতেন। তিনি, নিদ্রিত অবস্থায় শয্যা হইতে গাত্ৰোখান করিয়া, ইতস্তত: সঞ্চরণ করিতেন, এবং নানা অদ্ভূত ও বিগর্হিত কৰ্ম্মের অনুষ্ঠানে প্রবৃত্ত হইতেন। যৎকালে সাইরিলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিতেন, তাহার অধ্যাপক র্তাহীকে কতকগুলি প্রশ্ন দিয়া, উত্তর লিখিয়া আনিতে কহিয়া দিয়াছিলেন। সেই সকল প্রশ্নের উত্তর লিখিয়া, পর দিন যথাকলে বিদ্যালয়ে লইয়া যাওয়া অসাধ্য বিবেচনা করিয়া, তিনি যৎপরোনাস্তি উৎকণ্ঠিত হইলেন। না লইয়া গেলে, অধ্যাপক মহাশয়ের নিকট ভৎসন ও অবমাননা প্রাপ্ত হইবেন, এজন্য তাহার অত্যন্ত দুর্ভাবনা উপস্থিত হইল। সেই দুর্ভাবনা বশতঃ কিছু লিখিতে না পারিয়া, তিনি নিতান্ত বিষণ্ণ মনে শয়ন করিলেন ; কিন্তু, পর দিন প্রাতঃকালে, শয্যা হইতে গাত্রোথান করিয়া দেখিলেন, তাহার টেবিলের উপর ঐ সমস্ত প্রশ্নের সম্পূর্ণ উত্তর লিখিত রহিয়াছে ; আশ্চর্য্যের বিষয় এই, তৎসমুদয় তাহার স্বহস্তলিখিত । এইরূপ অঘটনঘটনা দর্শনে, তিনি যৎপরোনাস্তি বিস্ময়াপন্ন হইলেন, এবং যথাকলে বিশ্ববিদ্যালয়ে গমনপূৰ্ব্বক, স্বীয় অধ্যাপক মহাশয়ের নিকট আছোপান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণন করিলেন। তিনি শুনিয়া সাতিশয় বিস্ময়াবিষ্ট হইলেন। এই অদ্ভুত ব্যাপারের সবিশেষ পরীক্ষা করিবার মানসে, সে দিবস তিনি তাহাকে পূৰ্ব্বাপেক্ষা অধিকসংখ্যক ও অধিক দুরূহ প্রশ্নের উত্তর লিখিয়া আনিতে আদেশ দিলেন, এবং এই অভূতপূৰ্ব্ব ব্যাপারের নিগুঢ় তত্ত্ব অবধারিত করিবার অভিপ্রায়ে, সে দিন রজনীযোগে প্রচ্ছন্ন ভাবে তদীয় আবাসগৃহের সন্নিধানে অবস্থিতি করিলেন। সাইরিলো শয়নগৃহে প্রবেশপূর্বক নিদ্রাগত হইলেন, কিন্তু দুই তিন দণ্ড পরেই, প্রগাঢ়নিদ্রাবস্থায় শয্যা হইতে উঠিলেন, প্রদীপ জ্বালিয়া, পড়িতে ও লিখিতে বসিলেন, এবং অনধিক সময়ের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়া সমাপন করিলেন । তদর্শনে যার পর নাই চমৎকৃত হইয়া, অধ্যাপক মহাশয় স্বীয় আবাসগৃহে প্রতিনিবৃত্ত হইলেন। যৌবনকাল উত্তীর্ণ হইলে, সাইরিলে সতত সাতিশয় বিষন্নচিত্ত ও সৰ্ব্ব বিষয়ে নিতান্ত নিরুৎসাহ হইয়া উঠিলেন ; সাংসারিক কোন বিষয়ে তাহার আর অনুরাগমাত্র