পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ NVG রহিল না। অবশেষে, সংসারাশ্রমে বিসর্জন দিয়া, তিনি এক ধৰ্ম্মাশ্রমে প্রবিষ্ট হইলেন। তিনি তথায় স্বয়ং ধৰ্ম্মচিন্তা, অপেক্ষাকৃত অজ্ঞ ব্যক্তিদিগকে ধৰ্ম্মবিষয়ে উপদেশদান, ও অশেষবিধ কঠোর ব্রতের অনুষ্ঠান, করিতে লাগিলেন। অল্প দিনের মধ্যেই, তিনি সৰ্ব্বাংশে বিশুদ্ধহৃদয়, সদাচারপূত ও উত্তম ধৰ্ম্মোপদেশক বলিয়া বিলক্ষণ খ্যাতি লাভ করিলেন । কিন্তু তাহার এই খ্যাতি দীর্ঘকালস্থায়িনী হইল না । দিবসে যে সকল সদনুষ্ঠান দ্বারা সাধু বলিয়া গণনীয় ও সকলের মাননীয় হইতেন, রজনীযোগে স্বপ্নসঞ্চরণকালীন জঘন্য আচরণ দ্বারা সে সমুদয় তিরোহিত হইয়া যাইত। তিনি, প্রায় প্রত্যহ, নিদ্রিত অবস্থায় শয্যা পরিত্যাগ করিয়া অন্যান্য গৃহে প্রবেশ করিতেন, এবং পরুষ ও অশ্লীল ভাষা উচ্চারণ করিতে থাকিতেন। ক্রমে ক্রমে, আশ্রমবাসী ব্যক্তিমাত্রেই তাহার এই অদ্ভুত আচরণের বিষয় অবগত হইলেন । ধৰ্ম্মশ্রিমবাসীদিগের পক্ষে এই রূপে গৃহে গৃহে প্রবেশ ও অপভাষাপ্রয়োগ অত্যন্ত দোষাবহ ; সুতরাং, তাহার নিবারণের উপায় করা অতি আবশ্বক ; কিন্তু, ধৰ্ম্মাশ্রমের নিয়মাবলীর বহিভূত বলিয়া, তাহাকে রজনীযোগে গৃহমধ্যে রুদ্ধ করিয়া রাখা বিহিত বোধ হইল না ; সুতরাং, তিনি প্রতিরাত্রিতেই ঐরূপ কাগু করিতে লাগিলেন । এক দিন দৃষ্ট হইল, সাইরিলে স্বীয় গৃহে কেদারায় বসিয়া নিদ্র। যাইতেছেন। তিনি, দুই তিন দণ্ড স্থির ভাবে থাকিয়া, যেন কাহার কথা শুনিতেছেন, এই ভাবে অবস্থিত হইলেন, এবং উচ্চৈঃস্বরে হাস্ত করিতে লাগিলেন, অনন্তর, অবজ্ঞাসূচক অঙ্গুলিধ্বনি করিয়া, অপর এক ব্যক্তির দিকে মুখবিবৰ্ত্তনপূর্বক, নস্তগ্রহণমানসে অঙ্গুলিবিস্তার করিলেন, কিন্তু তাহ না পাইয়া, যৎপরোনাস্তি বিরক্ত হইয়া, স্বীয় নস্তধানী বহিস্কৃত করিলেন ; তাহাতে কিছুমাত্র নস্ত না থাকাতে, অঙ্গুলি দ্বারা তাহার অভ্যন্তরভাগ খুটরাইয়া কিঞ্চিৎ গ্রহণ করিলেন, এবং চারি দিকে দৃষ্টিসঞ্চারণ করিয়া, পাছে কেহ উহা লয় এই আশঙ্কায়, সাবধানে স্বীয় বসনমধ্যে লুকাইয়। রাখিলেন। এই রূপে কিয়ৎ ক্ষণ, স্তব্ধ ভাবে অবস্থিত হইয়া, তিনি অকস্মাৎ সাতিশয় কুপিত হইয়া উঠিলেন, এবং ক্রোধভরে অশেষবিধ জঘন্য শপথ ও অভিশাপ বাক্য উচ্চারণ করিতে লাগিলেন। তাহার ধৰ্ম্মভ্ৰাতৃবর্গ এতাবৎকাল পৰ্য্যন্ত কৌতুক দেখিতেছিলেন, এক্ষণে ঐ সকল কুৎসাপূর্ণ বাক্য শ্রবণে বিরক্ত হইয়। স্ব স্ব আবাসগৃহে প্রতিগমন করিলেন । e আর এক দিন, তিনি, স্বপ্নাবেশে শয্যা পরিত্যাগ করিয়া, উপাসনাগৃহে প্রবিষ্ট হইলেন, এবং তত্ৰত্য তৈজস দ্রব্য সকল অপহরণ করিবার অভিপ্রায়ে তৎসমুদয়ের অন্বেষণ