পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

« ዓ o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সৰ্ব্বপ্রধানের নাম যুবর্টে । তিনি অতি দীনের সন্তান, কিন্তু স্বীয় বুদ্ধি, যত্ন ও পরিশ্রমের গুণে, বাণিজ্যব্যবসায় অবলম্বনপূর্বক, বিলক্ষণ সম্পন্ন ও অসাধারণ ক্ষমতাপন্ন হইয় উঠেন । কিছু দিন পরে, সন্ত্রান্ত মহাশয়ের সাধারণ লোকদিগকে পযুদস্ত করিয়া, পুনরায় আপনাদের হস্তে সমস্ত ভার গ্রহণ করিলেন । উত্তর কালে আর র্তাহাদিগকে কোন ক্রমে পযুদস্ত হইতে না হয়, এজন্য, তাহারা সাধারণপক্ষীয় প্রধান ও ক্ষমতাপন্ন লোকদিগের দমন করিতে আরম্ভ করিলেন ; সৰ্ব্বপ্রধান যুবটোকে, সৰ্ব্বতন্ত্রবিদ্রোহী বলিয়া, অবরুদ্ধ করাইলেন, এবং তদীয় সৰ্ব্বস্ব হরণ করিয়া, সৰ্ব্বতন্ত্রের অধিকারসীম। হইতে নির্বাসনের আদেশপ্রদান করিলেন । এই আদেশ স্বকৰ্ণে শ্রবণ করিবার নিমিত্ত যুবটে। প্রধান বিচারকের নিকট আনীত হইলেন । সম্রাস্তপক্ষীয় এডর্ণেনামক এক ব্যক্তি প্রধান বিচারক ছিলেন, তিনি বিচারাসন হইতে গৰ্বিবত বাক্যে যুবটোকে সম্বোধন করিয়া কহিলেন, অরে পাপিষ্ঠ নরাধম! তুই অতি নীচের সন্তান ; কিঞ্চিৎ অর্থসঞ্চয় করিয়া, তোর এত আস্পদ্ধ বাড়িয়াছিল যে তুই, আপন পূৰ্ব্বতন অবস্থা বিস্মরণপূর্বক, সন্ত্রান্ত লোকদিগকে অপদস্থ ও অবমানিত করিতে উদ্যত হইয়াছিলি ; কিন্তু, তাহার তোর প্রতি যথেষ্ট অনুগ্রহ প্রদর্শন করিয়াছেন ; তোর যেমন অপরাধ তদুপযুক্ত দণ্ডবিধান না করিয়া, তোরে কেবল পুৰ্ব্বতন অবস্থায় স্থাপিত ও জেনোয়ার অধিকার হইতে নির্বাসিত করিলেন। এইরূপ গৰ্বিবত ভৎসনাবাক্য শ্রবণ করিয়া, যুবর্টে কোনপ্রকার ঔদ্ধত্য বা কোপচিহ্ন প্রদর্শন করিলেন না ; বিচারকের আদেশ শিরোধাৰ্য্য করিয়া লইলেন, কিন্তু এডণেীকে এইমাত্র কহিলেন, আপনি আমার প্রতি যে সকল পরুষ ভাষা প্রয়োগ করিলেন, হয় ত ইহার নিমিত্ত আপনাকে উত্তর কালে অনুতাপ করিতে হইবেক । অনন্তর, তিনি নেপলস প্রস্থান করিলেন। তত্ৰত্য কতিপয় বণিক্‌ ৰ্তাহার নিকট ঋণী ছিল ; তাহারা, সবিশেষ সমস্ত অবগত হইয়া, স্ব স্ব ঋণ পরিশোধ করিল। এই রূপে কিছু অর্থ হস্তগত হওয়াতে, তিনি এক সন্নিহিত দ্বীপে গমন করিলেন, এবং তন্মাত্র অবলম্বনপূর্বক, পুনর্বার বাণিজ্যে প্রবৃত্ত হইয়া, অসাধারণ বুদ্ধি, ক্ষমতা ও পরিশ্রমের গুণে, অল্প দিনের মধ্যে বিলক্ষণ সম্পত্তিশালী হইয়া উঠিলেন। বিষয়কাৰ্য্যের অনুরোধে, যুবর্টে সৰ্ব্বদা যে সকল স্থানে যাতায়াত করিতেন, তন্মধ্যে টিউনিস নগর মুসলমানদের অধিকৃত। মুসলমানের খৃষ্টধৰ্ম্মাবলম্বীদিগের বিষম বিদ্বেষী ; তৎকালে উহাদের এই রীতি ছিল, যুদ্ধে পরাজিত খৃষ্টীয়দিগকে বন্দী করিয়া আনিত, এবং তাহাদিগকে দাস ও লৌহখৃঙ্খলে বদ্ধ করিয়া, রাজদণ্ডে দণ্ডিত অপরাধীদিগের ন্যায়, অতি