পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\vo o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ কি কর্কশ, কি ললিত, কি উদ্ধত, সৰ্ব্বপ্রকার রচনাই সমান সুন্দর রূপে সম্পন্ন হইয়া উঠে । সংস্কৃতরচনাতে এরূপ অসাধারণ কৌশল প্রদর্শিত হইতে পারে যে তদর্শনে বিস্ময়াপন্ন হইতে হয়। সংস্কৃত রচনাতে শব্দঘটিত যে সকল কৌশল প্রদর্শিত হইতে পারে, তাহার কতিপয় উদাহরণ উদ্ধত হইতেছে। নিম্নে যে শ্লোক উদ্ধত হইল, উহা কেবল ভ এবং র এই দুই ব্যঞ্জনবর্ণে রচিত। ভূরিভিৰ্ভারিভির্ভোরৈভূভারৈরভিরেভিরে। ভেরীরেভিভিরভ্রাভৈরভোরুভিরিভৈরিভাঃ ॥ শিশুপালবধ । নিম্নলিখিত শ্লোক কেবল দ এই একমাত্র ব্যঞ্জনবর্ণে রচিত । দাদদে দুদফুদ্দাদী দাদাদে হ্রদদী দদোঃ । দুদাদং দদদে হ্রদে দদাদদ দদোদদঃ ॥ শিশুপালবধ । যমক রচনার চাতুর্য্য প্রদর্শনার্থে নিম্নলিখিত কয়েক শ্লোক উদ্ধত হইল। নব পলাশ পলাশ বনং পুরঃ ফুট পরাগ পরাগ তপঙ্কজম্। মৃদু লতান্ত লতান্ত মলোকয়ৎ স সুরভিং সুরভিং সুমনোভরৈঃ ॥ শিশুপালবধ । নসমা নসমা নসমা নসম৷ গমমাপ সমীক্ষ্য বসন্তনভ: | ভ্রমদ ভ্ৰমদ ভ্ৰমদ ভ্ৰমদ ভ্রমরচ্ছলতঃ খলু কামিজনঃ ॥ নলোদয় । ঘনং বিদাৰ্য্যাৰ্জ্জুনবাণপূগং সসার বাণোহুযুগলোচনস্ত। ঘনং বিদাৰ্য্যাৰ্জ্জুনবাণপুগং সসার বাণোহযুগলোচনস্ত। কিরাতার্জনীয় ।