পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনর্ভবাভাববিভাবিতাত্মভিৰ্তবে ভবচ্ছেদপটুর্বিভাবিত: । য ঈশ্বরস্তৎপদচেতসা ময় নিগদ্যতে তজ্জননং প্রযত্নত: ॥ ১ । পুনর্জন্মনিবারণাকাজী পুরুষেরা যাহাকে ভববন্ধনমোচনের একমাত্র উপায়রূপে অবধারিত করিয়াছেন, সেই ত্রিলোকীনাথের চরণারবিন্দে চিত্ত সমর্পণ করিয়া, সাতিশয় যত্ন সহকারে, তদীয় জন্মবৃত্তান্ত বর্ণনে প্রবৃত্ত হইতেছি। জগৎপতি: শ্ৰীহরিরিচ্ছয়াত্মন: স্বকীয়মায়ামবলম্বা ভূতলে। বলিচ্ছলায়াজনি কশ্যপালয়ে স্বলীলয়া বামনতাং সমাগত ॥ ২ ॥ জগৎপতি শ্রীহরি, বলিকে ছলিবার নিমিত্ত, স্বেচ্ছাক্রমে নিজ মায়া অবলম্বন করিয়া, ভূতলে লীলা করিবার মানসে, বামনমূৰ্ত্তি পরিগ্রহপূর্বক, কখপভবনে অবতীর্ণ হঠলেন । জতুযদা বামনরূপধুকৃষ্ঠরের্বভূব ভূভারহরক্ষমস্ত চ | তদ ধরিত্রী চরিতার্থতামিতা দিবৌকসঃ পুষ্পচয়প্রবর্ষিণ ॥ ৩ ॥ ভূভারহরণকারী হরি বামনরূপে জন্মপরিগ্রহ করিলে, পৃথিবী চরিতার্থ হইলেন, দেবগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। 岭 দিশঃ প্রসন্নাস্ত্রিগুণা: সমীরণ বভূবুবাকাশগত দিবৌকসঃ। ব্যলোকয়ন বিশ্ববিমোহনং বপুর্জগংপতেৰ্জমনি তুষ্ট বুশ তম্ ॥ ৪ । দশ দিক প্রসন্ন হইল ; শীতল সুগন্ধ গন্ধবহ মন্দ মন্দ বহিতে লাগিল ; দেবগণ, বিমানে অবস্থানপুৰ্ব্বক, ত্রিলোকীনাথের ভুবনমোহন মূৰ্ত্তি অবলোকন করিয়া স্তুতি করিতে আরম্ভ করিলেন – বিমায় বিশ্বেশ বিরূপ বিস্তৃতস্বময় সংসারপয়োধিনাবিক। অনন্ত ভূভারহরাবতারক প্রসাদ নে বামনরূপধারক ৷ ৫ ৷ হে ভগবন্‌! তুমি মায়াতীত, ব্রহ্মাণ্ডমণ্ডলের অধীশ্বর, তুমি নিজ মায়া বিস্তার করিয়া বিশ্ব প্রপঞ্চ প্রকাশ করিয়াছ, তুমি স্তর সংসারসাগরের নাবিকশ্বরূপ, তোমার আদি নাই, অন্ত নাই, তুমি ভূভারহরণের নিমিত্ত ভূতলে অবতীর্ণ হইয়া থাক ; হে বামনরূপধারিন । প্রসন্ন হও ।