পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sや বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ব্যক্তিকে, কোম্পানি বাহাদুরের নামে, এক বার বিল করিতে দিলেই, সে বিষয় করিয়া লয়। কিন্তু ব্যয়ের প্রধান কারণ সৈন্য । সৈন্য সকল যাবৎ নবাবের হইয়া যুদ্ধ করিত, তিনি তত দিন তাহাদিগকে ভাতা দিতেন । এই ভাতাকে ডবলবাটা কহ। যাইত । এই পারিতোষিক তাহারা এত অধিক দিন পাইয়া আসিয়াছিল যে, পরিশেষে তাহ আপনাদের ন্যায্য প্রাপ্য বোধ করিত। ক্লাইব দেখিলেন, সৈন্যসংক্রান্ত ব্যয়ের লাঘব করিতে না পারিলে, কখনই রাজস্ব বাচিতে পারে না । তিনি ইহাও জানিতেন যে, ব্যয়লাঘবের যে কোনও প্রণালী অবলম্বন করিবেন, তাহাতেই আপত্তি উত্থাপিত হইবেক । কিন্তু তিনি অতিশয় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ; অতএব, এক বারেই এই আজ্ঞা প্রচারিত করিলেন, অদ্যাবধি ডবলবাট রহিত হইল । এই ব্যাপার শ্রবণগোচর করিয়া, সেনাসম্পৰ্কীয় কৰ্ম্মচারীরা যার পর নাই অসন্তুষ্ট হইলেন । তাহারা কহিলেন, আমাদের অস্ত্রবলে দেশজয় হইয়াছে ; অতএব, ঐ জয় দ্বারা আমাদের উপকার হওয়া সববাগ্রে উচিত । কিন্তু ক্লাইবের মন বিচলিত হইবার নহে । তিনি তাহাদিগকে কিছু কিছু দিতে ইচ্ছুক ছিলেন ; কিন্তু ইহাও স্থির করিয়াছিলেন, সৈন্তের ব্যয়লাঘব করা নিতান্ত আবশ্যক। সেনাপতির, ক্লাইবকে আপনাদের অভিপ্রায় অনুসারে কৰ্ম্ম করাইবার নিমিত্ত, চক্রান্ত করিলেন । তাহারা, পরস্পর গোপনে পরামর্শ করিয়া, স্থির করিলেন, সকলেই এক দিনে কৰ্ম্ম পরিত্যাগ করিবেন। তদনুসারে, প্রথম ব্রিগেডের সেনাপতিরা সৰ্ব্বাগ্রে কৰ্ম্ম পরিত্যাগ করিলেন । ক্লাইব, এই সংবাদ পাইয়া, অতিশয় ব্যাকুল হইলেন ; এবং সুন্দেহ করিতে লাগিলেন, হয় ত, সমুদয় সৈন্য মধ্যে এইরূপ চক্রান্ত হইয়াছে। তিনি অনেক বার অনেক বিপদে পড়িয়াছিলেন, কিন্তু এমন দায়ে কখনও ঠেকেন নাই। মহারাষ্ট্ৰীয়ের পুনৰ্ব্বার বাঙ্গাল। দেশ আক্রমণের উদ্যোগ করিতেছেন ; এ দিকে, ইঙ্গরেজদিগের সেনা অধ্যক্ষহীন হইল । কিন্তু ক্লাইব, এরূপ সঙ্কটেও চলচিত্ত না হইয়া, আপন স্বভাবসিদ্ধ সাহস সহকারে, কাৰ্য্য করিতে লাগিলেন । তিনি মান্দ্রাজ হইতে সেনাপতি আনিবার আজ্ঞাপ্রদান করিলেন । বাঙ্গালার যে যে সেনাপতি স্পষ্ট বিদ্রোহী হয়েন নাই, তাহারা ক্ষান্ত হইলেন । ক্লাইব, প্রধান প্রধান বিদ্রোহীদিগকে পদচ্যুত করিয়া, ইংলণ্ডে পাঠাইয়া দিলেন। এবংবিধ কাঠিন্যপ্রয়োগ দ্বারা, তিনি সৈন্যদিগকে পুনৰ্ব্বার বশীভূত করিয়া আনিলেন, এবং গবর্ণমেণ্টকেও এই অভূতপূৰ্ব্ব ঘোরতর আপদ হইতে মুক্ত করিলেন ।