পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩৬ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ অসুরগণ, দেবগণকর্তৃক তাড়িত হইয়াও, ক্ষান্ত না হইয়া পুনরায় যুদ্ধাভিলাষী হইল ; কিন্তু বামনরূপে ভিক্ষুবেশধারী ভগবানের বিশ্বরূপদৰ্শনে বিস্ময়াপন্ন হইয়া, তাহাদের যুদ্ধোৎসাহনিবারণার্থে কহিলেন,— বিরম্যতামাহবতো নিশম্যতাং স্বরদ্বিষো মদ্ধচ আকুলাত্মভি: | ন পৌরুষৈরেষ পুরাণপূরুযশস্থলী প্রশাম্যেদনিলৈরিবানলঃ ॥ ১০১ ॥ হে দৈত্যগণ ! আমার কথা শুন, রণোৎসাহ পরিত্যাগ কর ; ইনি অখিল ব্ৰহ্মাণ্ডের নাথ আদি পুরুষ ; মায়। উদ্ভাবনপূর্বক অপূৰ্ব্ব বামনরূপ পরিগ্রহ করিয়াছেন ; তোমরা পরাক্রম দ্বারা ইহার বিক্রম নিবারণ করিতে পরিবে না ; অনিলসংযোগে অনলের নিবারণ হওয়া কদাচ সপ্তাবিত নহে । য আদিরশে জগতা গুণত্রয়ত্রিপাবিভক্তাবয়বো গুণোজঝিত । স এষ নেত্রাভিয় শিব:সহস্রধুকৃত্রিপাদভূদদ্ব মুরারিসংক্ষয়ে ॥ ১০২ ৷ যিনি সমস্ত জগতের আদিকারণ, যিনি সত্ত্ব রজ: তম: এই গুণত্রয় অবলম্বন পূৰ্ব্বক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই রূপত্রয় ধারণ করিয়াছেন, অথচ নিগুণ বলিয়া উল্লিখিত হইয়া থাকেন, তিনিই অদ্য দৈত্যদলদমনের নিমিত্ত, সহস্রাক্ষ, সহস্রশিরা ও সহস্রপাদ হইয়াও ত্রিপাদমূৰ্ত্তি ধারণ করিয়াছেন। স্বরদ্বিষামত্র খগাধিপোহধিপং বলিং ববন্ধতিদৃঢ়ং করে করে। পদস্ত তীয়স্ত পদেইতিশৈথিলং হামু চেতো ভববন্ধনং গতম। ১০৩ ৷ হে দৈত্যপতে ! তুমি ত্রিপাদ ভূমিদানে প্রতিশ্রুত হইয়াছ, অতএব প্রতিশ্রুত ভূমি দান কর ; এই বলিয়। গরুর দৃঢ়বন্ধন দ্বারা তদীয় করদ্বয় বদ্ধ করিলেন ; কিন্তু এই বন্ধন দ্বারা তাহার ভববন্ধন শিথিল হইয়া গেল । অথাত্র প্রহ্লাদ ইতোহস্য নিষ্কৃতে গতস্পৃহোফপ্যাগমদীশ্বরপ্রিয়: । প্ৰলম্ববাহুর্জটিলো নবাম্বুদপ্রভোগুরবিন্দেহ্মণ ঐশ্বরক্ষণ ॥ ১০৪ ৷ অনন্তর এই সময়ে, সৰ্ব্ববিষয়ে বীতস্পৃহ, ঈশ্বরনিষ্ঠ, আজানুলম্বিতবাহু, জটাধারী, নবজলধরকলেবর, অরবিন্দলোচন, পরমাত্মচিন্তনরত প্রহ্নলাদ বলির নিস্কৃতির নিমিত্ত তথায় উপস্থিত হইলেন । অসাবমুং বীক্ষ্য বিবদ্ধ আকুল কুলপ্ত পাবিত্র্যকরং পিতামহম্। প্ৰণম্য যত্নে ধরাশিরা: শনৈরবার্ড মুখোহভূত্রপয়া ধরাধিপ: ॥ ১০৫ ৷