পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏬᎸᏔᏱ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ জননীর জীবনের একমাত্র অবলম্বন ছিলেন । জননীর দুর্ভাগ্যবশতঃ, তিনিও মানবলীলার সংবরণ করিলেন । এমন স্থলে, জননীর যেরূপ শোচনীয় অবস্থা ঘটে, তাহ অনায়াসেই সকলের অনুভবপথে আসিতে পারে। দুই তিন দিন পরে, আমি জিজ্ঞাসা করিলাম, তর্কালঙ্কার আপনকার কিরূপ ব্যবস্থা করিয়া গিয়াছেন । তিনি বলিলেন, মদন আমার কোনও ব্যবস্থা করিয়া যান নাই। বধুমাত, আপন কন্যাগুলি লইয়া, স্বতন্ত্র আছেন। আমার দিনপাতের কোনও উপায় নাই ; এজন্যে তোমার নিকটে আসিয়াছি। যদি তুমি দয়া করিয়া অন্ন বস্ত্র দাও, তবেই আমার রক্ষা ; নতুবা আমায় অনাহারে প্রাণত্যাগ করিতে হুইবেক । এই বলিয়া, তিনি রোদন করিতে লাগিলেন । তাহার কথা শুনিয়া, আমি বিস্ময়াপন্ন হইলাম। বিশ্বস্ত লোকের মুখে শুনিয়াছিলাম, তর্কালঙ্কার যথেষ্ট টাকা রাখিয়া গিয়াছেন ; অথচ তাহার বৃদ্ধা জননীকে, অন্ন বস্ত্রের জন্তে, অন্তের নিকটে ভিক্ষা করিতে হইতেছে। যাহা হউক, কিয়ৎ ক্ষণ কথোপকথনের পব, তিনি বলিলেন, মাস মাস দশ টাকা পাইলে, আমার দিনপাত হইতে পারে । এই সময়ে, রোগ, শোক, আহারক্লেশ প্রভূতি কারণে, র্তাহর শরীর সাতিশয় শীর্ণ হইয়াছিল ; অধিকন্তু, চক্ষুর দোষ জন্মিয়া, ভাল দেখিতে পাইতেন না। তিনি বলিলেন, শরীর সুস্থ থাকিলে, ও চক্ষুর দোষ না জন্মিলে, পাচ টাকা হইলেই আমার চলিতে পারিত। কিন্তু শরীরের ও চক্ষুর যেরূপ অবস্থা ঘটিয়াছে, তাহতে একটি পরিচারিক ব্রাহ্মণকস্তা না রাখিলে, আমার কোনও মতে চলিবেক না । আমার যে অবস্থা ঘটিয়াছে, তাহাতে আমি অধিক দিন বাচিব না ; সুতরাং, অধিক দিন তোমায় আমার ভার বহিতে হইবেক না । এই সকল কথা শুনিয়া, আমি তাহাকে মাস মাস দশ টাকা দিতে সম্মত হইলাম ; এবং, মাসে মাসে, র্তাহার নিকটে টাকা পাঠাইয়া দিতে লাগিলাম। (১) (১) এই সময়ে, তাহার আকাব দেখিলে, তিনি অধিক দিন বাচিবেন, কিছুতেই এরূপ বেধি হইত না। কিন্তু কাশীতে গিয়া, অল্প দিনের মধ্যেই, তাহার শরীর সম্পূর্ণ সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়, এবং চক্ষুর BBB BBBBB BBBB BBBS BB S BBBBS BBBB BBBBB BB BBBB BBBBB BBS BB BBBB পরে, কাশীতে গিয়া, আমি তাহাকে কোনও মতে চিনিতে পারি নাই । তিনি, তাহা বুঝিতে পারিয়া, আমায় বলিলেন, বাবা ! তুমি আমাকে চিনিতে পারিলে না, আমি মদনের মা। এই কথা শুনিয়া, কিয়ৎ ক্ষণ স্থির নয়নে নিরীক্ষণ করিয়া, তাহাকে চিনিতে পারিলাম, এবং বলিলাম, আপনি, জুয়াচুরি করিয়া, আমাকে ত্ৰিলক্ষণ ঠকাইয়াছেন। তিনি, কিঞ্চিৎ শঙ্কিত হইয়া, আমায় বলিলেন, বাবা ! আমি কি জুয়াচুরি করিয়াছি। আমি বলিলাম, শুকনা হাড় ও কাণা চোখ দেখাইয়া, আপনি বলিয়াছিলেন,