বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ ԳՖ এক সমাজ স্থাপিত হইল। রাজা স্বয়ং এই বোর্ডের সমুদয় মেম্বর নিযুক্ত করিতেন । কোম্পানির বাণিজ্য ভিন্ন, ভারতবর্ষীয় সমস্ত বিষয়েই র্তাহাদের হস্তাপণের অধিকার হইল । অষ্টম অধ্যায় হেষ্টিংস সাহেব মেকফসন সাহেবের হস্তে গবৰ্ণমেণ্টের ভারাপণ করিয়া যান । ডিরেক্টরেরা, তাহার প্রস্থানসংবাদ অবগত হইবা মাত্র, লার্ড কর্ণওয়ালিস সাহেবকে, গবর্ণর জেনেরল ও কমাণ্ডর ইন চীফ, উভয় পদে নিযুক্ত করিয়া পাঠাইলেন। কর্ণওয়ালিস পুরুষানুক্রমে বড় মানুষের সন্তান, ঐশ্বৰ্য্যশালী, ও অসাধারণ বুদ্ধিশক্তিসম্পন্ন ছিলেন ; এবং, পৃথিবীর নানা স্থানে নানা প্রধান প্রধান কৰ্ম্ম করিয়া, সকল বিষয়েই বিশেষরূপ পারদর্শী হইয়াছিলেন । তিনি, ১৭৮৬ খৃঃ অব্দে, ভারতবর্ষে পহুছিলেন । যে সকল বিবাদ উপস্থিত থাকাতে, হেষ্টিংস সাহেবের শাসন অতিশয় বিশৃঙ্খল হইয়া গিয়াছিল, লার্ড কর্ণওয়ালিসের নামে ও প্রবল প্রতাপে, সে সমুদয়ের সত্বর নিষ্পত্তি হইল। তিনি, সাত বৎসর, নিবিববাদে, রাজশাসন কার্য্য সম্পন্ন করিলেন ; অনন্তর, মহীস্থরের অধিপতি হায়দর আলির পুত্র টিপু সুলতানের সহিত যুদ্ধ করিয়া, তাহার গৰ্ব্ব খৰ্ব্ব করিলেন ; পরিশেষে, স্বলতানের প্রার্থনায়, তাহার রাজ্যের অনেক অংশ ও যুদ্ধের সমুদয় ব্যয় লইয়া, সন্ধিস্থাপন করিলেন । লার্ড কর্ণওয়ালিস, বাঙ্গালা ও বিহারের রাজস্ব বিষয়ে, যে বন্দোবস্ত করেন, তাহ। দ্বারাই ভারতবর্ষে র্তাহার নাম বিশেষ বিখ্যাত হইয়াছে । ডিরেক্টরের দেখিলেন, রাজস্বসংগ্রহ বিষয়ে নিত্য নূতন বন্দোবস্ত করাতে, দেশের পক্ষে অনেক অপকার হইতেছে। র্তাহারা বোধ করিলেন, প্রায় ত্রিশ বৎসর হইল, আমরা দেওয়ানী পাইয়াছি, এত দিনে আমাদের যুরোপীয় কৰ্ম্মচারীরা, অবশ্বাই, ভূমি সংক্রান্ত বিষয়ের সবিশেষ সমস্ত অবগত হইয়াছেন। তাহারা বিবেচনা করিয়া স্থির করিলেন, রাজা ও প্রজা উভয়েরই হানিকর না হয়, এমন কোনও দীর্ঘকালস্থায়ী ন্যায্য বন্দোবস্ত করিবার সময় উপস্থিত হইয়াছে। র্তাহাদের নিতান্ত বাসনা হইয়াছিল, চির কালের নিমিত্ত একবিধ রাজস্ব
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯৩
অবয়ব