পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ Գ(t সর জন শোর সাহেব, নির্বিবরোধে, পাচ বৎসর ভারতবর্ষের শাসনকাৰ্য্য সম্পন্ন করিয়া, কৰ্ম্মপরিত্যাগের প্রার্থনা করিলেন । র্তাহার অধিকারকালে, বাঙ্গালা দেশে লিখনোপযুক্ত কোনও ব্যাপার ঘটে নাই। কিন্তু, তদীয় শাসনকাল শেষ হইবার সময়ে, এক ভয়ানক ব্যাপার উপস্থিত হইয়াছিল । সৈন্তের অসন্তোষের চিহ্ন দর্শাইতে লাগিল । ঐ সময়ে, মহাসুরের অধিপতি টিপু সুলতান, সৈন্য দ্বারা আনুকূল্য পাইবার প্রার্থনায়, ফরাসিদিগের নিকট বারংবার আবেদন করিতে লাগিলেন। গত যুদ্ধে ইঙ্গরেজের তাহাকে যেরূপ খৰ্ব্ব করিয়াছিলেন, তাহা তিনি, এক নিমিষের নিমিত্তও, ভুলিতে পারেন নাই ; অহোরাত্র, কেবল বৈরনির্যাতনের উপায়চিন্তা করিতেন। তিনি এমন আশ। করিয়াছিলেন, ফরাসিদিগের সাহায্য লইয়া, ইঙ্গরেজদিগকে এক বারে ভারতবর্ষ হইতে দূর করিয়া দিবেন । ডিরেক্টরের, এই সমস্ত বিষয়ের সবিশেষ পৰ্য্যালোচনা করিয়া, স্থির করিলেন যে, এমন সময়ে কোনও বিচক্ষণ ক্ষমতাপন্ন লোককে গবর্ণর জেনেরলের পদে নিযুক্ত করিয়া পাঠান উচিত। অনন্তর, তাহারা লার্ড কর্ণওয়ালিস সাহেবকে পুনৰ্ব্বার ভারতবর্ষীয় রাজশাসনের ভারগ্রহণার্থ অনুরোধ করিলেন ; এবং তিনিও তাহাদের প্রস্তাবে সম্মত হইলেন । কিন্তু, আসিবার সমুদয় আয়োজন হইয়াছে, এমন সময়ে তিনি আয়লণ্ডে রাজপ্রতিনিধির পদে নিযুক্ত হইলেন । ডিরেক্টরের, বিলম্ব না করিয়া, লার্ড ওয়েলেসলিকে , গবর্ণব জেনেরলের পদে নিযুক্ত করিয়া পাঠাইলেন। ইহারই নামান্তর লার্ড মনিঙ্গটন । এই লার্ড বাহাদুর লার্ড কর্ণওয়ালিস মহোদয়ের ভ্রাতার নিকট শিক্ষা পাইয়াছিলেন ; এবং, সবিশেষ অনুরাগ ও পরিশ্রম সহকারে, ভারতবর্ষীয় রাজনীতি বিষয়ে সুশিক্ষিত হইয়াছিলেন। তিনি, ১৭৯৮ সালের ১৮ই মে, কলিকাতায় পহুছিলেন। গোলযোগের সময়ে, যেরূপ দূরদৃষ্টি, পরাক্রম, ও বিজ্ঞতা সহকারে কার্য্য করা আবশ্যক, সে সমুদায়ই তাহার ছিল । তিনি ভারতবর্ষীয় শাসনকার্য্যের ভারগ্রহণ করিব মাত্র, ইঙ্গরেজদিগের সাম্রাজ্যবিষয়ক সমস্ত আশঙ্কা এক বারে অন্তহিত হইল । তিনি ভারতবর্ষে উপস্থিত হইয়া দেখিলেন, টাকা অত্যন্ত দুষ্প্রাপ্য ; সৈন্ত্য সকল একে অকৰ্ম্মণ্য, তাহাতে আবার অসন্তুষ্ট হইয়া আছে ; উত্তরে সিন্ধিয়া, দক্ষিণে টিপু সুলতান, পূর্ণ শত্রু হইয়া, বিভীষিকা দৰ্শাইতেছেন ; ফরাসিদিগের, দিন দিন, ভারতবর্ষে বিলক্ষণ প্রাদুর্ভাব বাড়িতেছে। তিনি, অতি ত্বরায়, সৈন্য সকল সম্যক্ কৰ্ম্মণ্য করিয়া তুলিলেন ; যে সকল ফরাসিসেনাপতি, বহু সৈন্য সহিত, হায়দরাবাদে বাস করিতেছিলেন,