পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిణ বিদ্যাসুন্দর। ঋধ করা মত নহে দিব কদ্যাদান । কিন্তু তুমি নিয়া যাও দক্ষিণ মশান ॥ কোতোয়াল কহে ভাল এই বটে যুক্তি । কৌশলে কোটালে রাজা কহে কটু উক্তি ॥ পুনঃ পুনঃ কহি যত কাটিবারে চোর। রেয়াতি করিস্ বেটা ওকি বাপ তোর ॥ ভূপতিভারতী শুনি কুপিল কোটাল । দুই চক্ষু ঘুরায় ঘুরায় থড়া ঢাল ॥ চল বল্যে কোতোয়াল পাছে মারে ঠেলা । কবি কহে কৃপামই কালি কোথা গেলা ॥ ক্ষণমাত্র উত্তরিল দক্ষিণ মসানে। কেহ চড় মারে কেহ চুল ধরে টানে ॥ বড়শি হানিতে বুকে চাহে কেহ কেহ । ফাফর হুইল থরথর কাপে দেহ । মার্মার কাটুকটু করে মহাধুম। ফাকি ফুকি সার নাই কাটিতে হুকুম। কিছু কাল ছিল কবি ডরেতে নীরব। কৃতাঞ্জলি কায়মনোবাক্যে করে স্তব ॥ প্রসাদে প্রসন্না হও কালী কৃপামই। আমি তুয়া দাসদাস দাসীপুত্র হই। সুন্দরের চৌত্ৰিশক্ষিরে কালাস্তুতি। কৃতাঞ্জলি কহে কবি কলি কপ'লিনি । কালরাত্রি কঙ্কালমালিনি কাত্যায়নি ॥