পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । 'సి' মাংসাদি যোজনা করিয়া নিজে এক বিদ্যাস্কলার লেখেন, এবং তাহ কেশুলক্রমে অন্নদামঙ্গলের অন্তর্নিবিষ্ট করিয়া দুেন, এবং রচনামুখে • উপাখ্যানাংশেও যৎকিঞ্চিৎ পরিবর্তন করেন । সে পরিবর্তন প্রধানতঃ এই—কবিরঞ্জনের হীরামালিনী, বিদ্য ও সুন্দরের পরস্পর সন্দর্শনাদির পর, তাহারা যেরূপে গোপন মিলিত হইয়াছিলেন, তৎসমস্ত অৰগত ছিল-রায়গুণাকরের মালিনী সমাগমের বিষয় কিছুই জানিত না, এবং কবিরঞ্জন বিদ্যার গৃহ ও শয্যায় সিন্দ্র মাথাইয়া চোর ধরিবার উপায় করিয়াছিলেন, রায়গুণাকৰ বিদাকে বাসগৃহ হইতে স্থানাস্তরে পাঠাইয়া, কোটাল ও তাহার ভ্রাতাদিগকে স্ত্রীবেশে সেই গৃহে রাখিয়া মহারসিকতাসহকারে চোরকে গ্রেফতার করিয়াছিলেন । তদ্ভিন্ন সুন্দরের পরিচয় দিবার জন্ত শারী শুক ছুইটী গুণাকরের নিজের পোষাপক্ষী। এ ছাড়া আর আর যে বিভিন্নতা আছে তাহ ধৰ্ত্তব্যের মধ্যেই নহে ।” এই কথা সমালোচনা করিবার পূর্বে বলা জাৰগুক যে, ভারত পরে মহারাজ কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় বিদ্যাসুন্দর রচনা করিয়৷ ” কৌশলক্রমে তাহা অন্নদামঙ্গলের অন্তঃনিৰিষ্ট করিয়া দিয়াছেন, এমত আমাদের নিকট সঙ্গত বোধ হয় না । সে যাহা হউক যদি ১৬৭৪ শকে ভারতচন্দ্র বিদ্যাস্কন্দর লিখিয়াছেন স্থির হইল, তবে সে সময়ে কবিরঞ্জনের বয়স কত দেখা যাউক । আমরা কবিরঞ্জনের জীবনীতে দেখাইয়াছি যে ১৬৪২ শকে কবিরঞ্জন জন্মগ্রহণ করেন। অন্ততঃ ১৬৪e *১৬৪৫ শকের মধ্যে ষে তিনি জন্মিয়াছিলেন তাহাতে আর সন্দেহ নাই । তাহা হইলে যখন ভারত র্তাহার বিদ্যামুন্দর লিখেন, তখন কবিরঞ্জনের বয়স ৩২ বৎসরের বড় অধিক হইবে না। সুতরাং যদি কবিরঞ্জন বিদ্যাসুন্দরের ভারতের . বিদ্যা মুন্দরের পুৰ্ব্বে লেখা হইয়াছে ধরা যায়—তবে বলিতে হইবে যে কবিরঞ্জন ২৮ বা ৩০ বৎসর বয়সের সময়ই তাছার