পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের দর্শন। శ్రీ বিদ্যার নিবাস যাইতে উল্লাস সুন্দর সুন্দর সাজে । কি কহিব শোভা রতি মনোলোভ মুদন মোহিত লাজে ॥ চলিল সুন্দর রূপ মনোহর ধরিয়া বরেব বেশ ।” চামীকর-কষিত কাঞ্চন । কলিত—ধ্বনিত । - আলো করে...অঙ্গচ্ছবি—ভারতের মুড়ঙ্গই আলোময়। যথা,

  • উৰ্দ্ধে পাচ হাত অাড়ে অৰ্দ্ধেক তাহার। স্থলে স্থলে মণি জলে হরে অন্ধকার।”

বিদ্যার উৎকণ্ঠাবস্থায় সুন্দরের দর্শন। ( e२-48 **) @ যামিনী-মধু—মধুময় বসন্ত কালের রাত্রি—অথবা নায়ক নায়ি কার প্রথম মিলনের ষামিনীকেই “ মধু্যামিনী ” বলে। মুখরিত—গুঞ্জরিত, ঝঙ্কারিত । - নাহি সুখ—ভারত এ স্থলে বিদ্যার যেরূপ অবস্থা বর্ণনা করি য়াছেন—-কবিরঞ্জন সেরূপ করেন নাই । ইহাকে পুর্বরাগ বলে। তাহার লক্ষণ,— “ অঙ্গ সঙ্গ হওনের পূৰ্ব্বে যে লালস। তারে বলি পুর্বরাগ তাহে দশা দশ। লালস উদ্বেগ জড় কুশ জাগরণ । ব্যগ্র রোগ বায়ু মোহ নিদানে মরণ ॥” রসজ্ঞ ভারত এই পুর্বরাগ যেরূপ বর্ণনা করিয়াছেন— কবিরঞ্জন সেরূপ করেন নাই । সব সখী সম্বলিত চন্দ্রমুখ চমকিতা—ভারতে আছে, “সুড়ঙ্গ হইতে উঠিল| তুরিতে ভূমিতে চাদ উদয় ॥