পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের বদ্ধমান প্রবেশ । প্রভাতে উদয়াদিত্য সুন্দর প্রফুল্লচিত্ত প্রবেশিলা বীরসিংহদেশ। স্বচ্ছন্দ সকল লোক নাহি রোগ দুঃখ শোক নাহি কোন অধৰ্ম্মের লেশ ॥ দিব্য পরিচ্ছদ পরে গান বাদ্য ঘরে ঘরে তিলেক নাহিক তাল ভঙ্গ । বালবৃদ্ধ যুবা কিৰা এই রসে রাত্রদিব। রাগরঙ্গ উত্তম প্রসঙ্গ । পরস্পর সুকৌতুক কাব্য ছড়ি। একটুক কদাচিত মুখে নাহি ভাষা । গোধনরক্ষক বার সঙ্কীৰ্ত্তন ভাষে তারা কে বুঝে পণ্ডিত কেবt চাস ॥ পরম পবিত্র রাজ্য পরস্পর পূর্ণকার্য্য স্বরাচাৰ্য্য সদৃশ অনেক । 岑 কল্পতরু তুল্য ভূপ আধিপত্য নানারূপ দীন নাহি সে দেশে জনেক ॥ চৌদিকে চৌপাড়িময় পাঠ চায় পড়য়াচয় দ্রাবিড়-উৎকল-কাশীবাসী । কারে বা ত্রিহেীত বাড়ী ৰিদেশ স্বদেশ ছাড়ি আগমন বিদ্যা অভিলাষী ॥ দেবালয় ঠাই ঠাই অতিথির সীমা নাই ব্ৰহ্মচারী যতি বানপ্রস্থ ।