পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* S3 বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক এখন যদি J = জুলস্ ইকুইভ্যালেণ্ট (অর্থাৎ কাৰ্য্য পরিমাণ যাহা একক ভাপের সহিত সমান = ৪-২ x ১• • আৰ্গ ) হয়, তাহা হইলে of Y 2 ! ইহাতে ব্যবহৃত এককগুলি সব সি, জি, এস, ( C. G. S ) এককে আছে, ইহুদিগকে ব্যবহার্য্য এককে অর্থাৎ আমপেয়ার ও ওমে পরিণত করিতে হইলে যথাক্রমে Cকে ১৪-১ ও Rকে১ • দিয়া গুণ করিতে হইবে । C2 x > * * x Rx > **xt C2 Rt, 8 8 x е " 8*२ g C° ᎡᎿ সুতরাং H = (C- আমপেয়ার ও R-ওম ) বিদ্যুৎ-প্রবাহের তাপক গুণ নানা কার্য্যে ব্যবহার হয়, যখ1—অস্ত্রচিকিৎসকেরা সরু প্লাটিনাম তারকে শুভ্ৰ তপ্ত করিয়া ভদ্বারা অস্ত্র করেন, খনির মধ্যে বারুদে ও টরপেডোতে সচরাচর এই তাড়িতোদ্ভূত তাপ লাগান হয়, সেইজন্য কিয়ং পরিমাণ বারুদকে সরু প্লাটিনাম তার দ্বারা ঘেরা হয় ও ঐ তারের মধ্য দিম্ব বিদ্যুৎ প্রবাহ কালে উচ্চা গরম হইয়া বারুদকে জালাইয়া দেয় । এই তাপ দ্বারা ধাতব পদার্থাদি শলান হয়। বৈদ্যুতিক বাতি বা উনানও এই তাপের কল, বাতির বাম্বের মধ্যে যে সরু তার থাকে তাহা দিয়া প্রবাহ যাইবার সময় উহা এত গরম হয় যে শুভ্র তপ্ত হইয়া যায় ও আলোক নির্গত হয় । এই বাতি সম্বন্ধে পরে বর্ণিত হইবে । বৈদ্যুতিক উনান (Heater) বা ইন্ত্রির (Iron) মধ্যে কয়েলের আকারে তার পাকান থাকে, প্রবাহ যাইবার সময় এই তার গরম হইয়া লাল হইয়া যায় ও ইহা হইতে উত্তাপ নিৰ্গত হইতে থাকে। এই তাপন গুণ বৈদ্যুতিক পরিমাপ কাৰ্য্যে কতকগুলি বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহার হয়। যথা– হট-অয়ার এমমিটার ও ভোল্টামিটার প্রভৃতি। কয়েকট তাপ উৎপাদনকারী গৃহে ব্যবহার্য্য বৈদ্যুতিক দ্রব্যের চিত্র প্রদত্ত হইল ঃ–