পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ፃ¢ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক যাইলেই কয়েলের মধ্য দিয়া বলরেখার দিক বিপরীত হইয়া যায় এবং দৃষ্ট হইবে এই দুই অবস্থার মাঝামাঝি ৩ অবস্থায় কয়েলের মধ্য দিয়া কোন বলরেখা যায় না, উহারা A ও C অংশদ্বয় দিয়া একমেরু হইতে অপর মেরুতে যায় । সুতরাং এষ্ট স্থানে কয়েলের মধ্যে সম্ভাবন হয় { ই, এম, এফ, সম্ভাবিত হয় এবং সম্পূর্ণ পথ পাইলে প্রবাহ উৎপন্ন হয় )। এই সম্ভাবন হইবামাত্র যদি পথের বিচ্ছেদ ঘটান যায় (কণ্ট্যাক্ট ব্রেকারের সাহায্যে ) তাহা হইলে বিচ্ছেদ কালীন স্বীয় সম্ভাবন দ্বারা ভোলটেজ পরিবৰ্দ্ধিত হয় এবং লো-টেনসান ম্যাগনেটে হইলে বিচ্ছেদ স্থানের অগ্নিস্ফুলিঙ্গ কার্য্যে ব্যবহৃত হয় । হাই-টেনসান ম্যাগনেটোতে ইণ্ডাকসান কয়েলের মত দুইটী কয়েল আৰ্ম্মেচারে জড়ান থাকে, চিত্র ২৩১ । একটীকে প্রাইমারী বলে, ই২ অপেক্ষাকৃত মোটা তারের ও আল্পসংখ্যক পাক বিশিষ্ট, চিত্ৰ—২৩১ অপরটাকে সেকেণ্ডারী বলে, ইহা অপেক্ষাকৃত সরু তারের ও অধিকসংখ্যক পাক বিশিষ্ট, এবং সেকেণ্ডারীটা প্রাইমারীর উপরে জড়ান হয় । ইহার কাৰ্য্যপ্রণালী অবিকল ইণ্ডাক্সান কয়েলের মত, প্রভেদ এই যে, ইণ্ডাকৃসান কয়েলে বাহির হইতে (যথা কোন ব্যাটারি হইতে ) প্রবাহ সরবরাহ হয়, কিন্তু ইহাতে; সম্ভাবন দ্বারা প্রবাহ উৎপন্ন হয়। অতএব ৩ অবস্থায়