পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8. +stfä- frozt: “ifos (Chenucal encrgy):— রসায়ন প্রক্রিয়ার দ্বারা যে শক্তি বৈদ্যুতিক ব্যাটারি হইতে পাওরা যায়, তাহা সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক শক্তিতে পৰিণত হয় । কিন্তু এই প্রক্রিয়ার দ্বারা যে বৈদ্যুতিক শক্তিব অবস্থা পাওয়া যায় তাহা এত অল্প ও ব্যয়সাধ্য যে বন্ড বড় কাৰ্য্য করাষ্টতে হইলে এই প্রণালীতে শক্তিব প্রকাশ অসম্ভব মাত্র । ঘণ্টা বাজান, নিশান প্রেরণ প্রভৃতি কবিতে হক্টলে ঐ প্রণালীতে শক্তি প্রস্তুত করা যাহতে পারে । ইন্ধনের রাসায়নিক শক্তিকে সোজমুজি বৈদ্যক্তিক শক্তিব অবস্থায় পরিণত কবিতে পাবা যায় না । ক্ষমত। প্রস্তুত করিতে হইলে ইন্ধনেব রাসায়নিক শক্তিকে প্রথমে উত্তাপ শক্তিতে পরিণত করিতে হয় । সেই উত্তাপ শক্তিকে উত্তাপ ইঞ্জিনের সাহায্যে যান্ত্রিক শক্তিতে পরিণত করা যায়, তৎপরে সেই যান্ত্রিক শক্তিকে ডাইনামে। প্রভৃতির সাহায্যে বৈদ্যুতিক অবস্থান লওTা ঘাটতে পারা যায় । শক্তির অবস্থাস্তৱ :–হেমহোলটুজ, টমসন, জৌল প্রভৃতি বৈজ্ঞানিকগণ স্থির করিয়াছেন যে শক্তিকে প্রস্তুত বা নষ্ট কবিতে পাবা যায় না কিন্তু এক অবস্থাব শক্তিকে অন্য অবস্থার শক্তিতে পরিণত করা যাইলে পারে বা ' নিজেনিজেই উহা এক অবস্থা হইতে অন্ত অবস্থায় পবিণত হইতে পারে। অনেক সময় দেখা যায় যে, ৰক্তটা এক অবস্থাব শক্তিকে অন্য অবস্থায় পরিণত করিবার চেষ্টা কৰা যায়, অবস্থান্তরে সম্পূর্ণ ততটা শক্তি পাওয়া যায় না। বরং উহার মধ্যে অনেকটা তৃতীয় অবস্থা প্রাপ্ত হয় ও কাজে লাগিতে নাও পারে, কিন্তু মোটেব উপর শক্তির নাশ হয় না। উপরোক্ত রীতি অনুসারে অবস্থাস্তর ‘লিপ ম্যান" বলিয়াছেন। ম্যাক্সওয়েল ও ফ্যারাডের মতে, বিদ্যুৎকেও প্রস্তুত বা নষ্ট করিতে পারা যায় না, কিন্তু ইঙ্গার সমবিস্তৃতির "াৰিবৰ্ত্তন ঘটাইতে পারা যায়। লিপম্যান আরও বলেন যে প্রত্যেক