পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৭ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক আমেচিারে তার বেষ্টন পদ্ধতির বিভিন্ন দৃপ্ত, যথা—১ । এওভিউ ‘(End view), * 1 onfessio (Radial) s e ডেভলাপ ড (Developed ) চিত্র বা ডুয়োগ্রাম' ( Diagram ) । যে স্থলে যেরূপ চিত্রদ্ধার আমেৰ্চারকে বুঝান স্থবিধা হইয়াছে, সে স্থলে সেরূপ ভাবে ইহা চিত্রিত হইয়াছে। ১ । এগুভিউ চিত্রে আমেৰ্চারকে এক শেষভাগ হইতে, সুবিধার জন্ত কমিউটেটার শেষভাগ হইতে, যেরূপ দেখায় সেইভাবে উহাকে চিত্রিত করা ইহাতে সম্মুখের তারগুলিকে টান রেখা ও পশ্চাতের তারগুলিকে ছিন্ন রেখা দ্বারা দশিত হয়। ২। র্যাডিয়াল চিত্রে আমেচারের শেষভাগের সংযোজক তারগুলি বক্ররেখা দ্বারা সুচিত হয়—তন্মধ্যে কমিউটেটারের দিকস্থ তারগুলিকে আমেচার পরিধির মধ্যে ও উত্থায় বিপরীত দিকের অর্থাৎ আমেচারের পশ্চাৎদিকের তারগুলিকে ঐ পরিধির বাহিরে দেখান হয়, যাহাতে সহজে সারকিট বা বৈদ্যুতিক পথ অনুসরণ করা যায় ও তার অগ্রসরবর্তী হইতেছে, কি পশ্চাদ্বত্তী হইতেছে, নিরূপণ করা যায়। ৩। ডেভলাপড চিত্রে আমেচারকে লম্বাদিকে একস্থানে চিরিয়া সমতলে বিস্তুত করিলে যেরূপ দেখায় সেইভাবে ইহা চিত্রিত হয়। ৩২২, ৬২৮ ও ৩৩২ চিত্র দেখিলে ইহাদিগের মধ্যে পার্থক্য সহজে বুঝিতে -পার। যাইবে । সহ ছোজনের পিচ (Pitch) :–এখন সংযোজন সম্পর্কে পিচ' বলিতে কি বুঝায় তাঙ্গ বুঝিতে হইবে। আমেচারের উপর তারকে সমান ও সম্পূর্ণ ভাবে জড়াইডে হইলে উহার শেষভাগে একুটি খাজের বা স্থানের*তারকে অপর একটি খাজে বা স্থানে লক্টরা যাইতে হয়। এই একটি খাজ হইতে অপর ধাজের যত ব্যবধান তাহাকে পিচ বলে। সন্মুখ শেষভাগের অর্থাৎ কমিউটেটার শেষভাগের পিচকে ফ্রণ্ট পিচ ( Front Pitch) ও পশ্চাদিকের পিচকে ব্যাক পিচ (Back Pitch) বলে। সন্মুখ ভাগে তার যে দিকে অগ্রসর হয় তাহাকে ফরওয়ার্ড (Forward) ধরা -হয় । ইহার সহিত তুলনায় পশ্চাদিকে তার যদি এই দিকেই অগ্রসর হয় তাহা হইলে তাছাকে ফরওয়ার্ড (ব্যাক ) পিচ বলে, চিত্র ৩২২ আর যদি বিপরীত দিকে অগ্রসর হয় তাহা হইলে তাহাকে ব্যাক ওয়ার্ড (Backward) (ব্যাক ) পিচ বলে, চিত্র ৩২৮ । যাহাতে বুঝিতে কোন অল্পবিধা