পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

있렸 বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ‘ল্যাপ বা 'লুপ' (Lap or Loop) ওয়াইণ্ডিং বলে । ইহার দ্বারা পশ্চাৎ পিচ সন্মুখপিচের বিপরীত বুঝায়। ইহাতে ২৬টি তার আছে । ইহার সম্মুখ পিচ ৭ ও পশছাৎ পিচ ৫ ব্যাকওয়ার্ড। ইহার বৈদ্যুতিক পথ সহজে অনুসরণ করিবার জন্য পশ্চাতের সংযোজক তার গুলি আমেচার পরিধির বাহিরে টান হইয়াছে —ইহাকে f5エーSRv ‘র্যাডিয়াল ডায়াগ্রাম’বলে। ৩২৯ চিত্রে সিরিজ ওয়াইণ্ডিং দেখান হইয়াছে। ইহাকে চলিত ভাষায় *ওয়েভ’(wave) ওয়াইণ্ডিং বলে । ইহার দ্বারা পশ্চাৎ পিচ সন্মুখ পিচের দিকে বুঝায়। সিরিজে সংযুক্ত বলিয়া কেবলমাত্র দুইটি ত্ৰাস প্রয়োজন হয় । ইহার তার সংখ্যা ও পিচ ঠিক পূর্বের মত, কেবলমাত্র চিত্ৰ—৩২৯ Rপশ্চাৎ পিচ ব্যাকওয়ার্ড না হইয়া ফরওয়ার্ড। ইহাও চিত্রে র্যাডিয়াল ডায়াগ্রাম দ্বারা দর্শিত হইয়াছে। বেষ্টন পদ্ধতি— ইয়েভ ওয়াইণ্ডিং ।