পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રિ 8 (t বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক যায়। অতঃপর রাজ্যচুম্বক ঠিক ভাবে উত্তেজিত হইলে, সুইচ সাহায্যে বহিপথে প্রবাহ লওয়া চলে। BBiBB BBBu iS BBBDS0S SBSS BBBB সময় ভুল সংযোজন হেতু ( অর্থাৎ যাহাতে ইহার ঘূর্ণন গতি উলটাইয়া যায় ) হয় । এরূপস্থলে রাজ্যকয়েলের শেষভাগদ্বরের সংযোজন ব্রাসের সহিত পূৰ্ব্ব সংযোগের বিপরীত করিয়া দিতে হয় ( ২৫• পৃষ্ঠায় দ্রষ্টব্য )। কতকগুলি প্রকার যন্ত্রে, বিশেষতঃ বহুমেরু যন্ত্রে, রাজ্যকয়েলের সংযোজন না বদলাইয়া কেবল ব্রাস-রকারকে ঘুরাইয়। এই ভুলের ফল সংশোধিত হইতে পারে, যথা ৪-মেরু বা শু-মেরু যন্ত্রে ব্রাস-রকারকে যথাক্রমে পরিধির ধু বা ঐ অংশ ঘুরাইতে হইবে। দ্বিমেরু যন্ত্রে সচরাচর এরূপ করা হয় না, কারণ তাহাতে রকারকে পরিধির অৰ্দ্ধেক ঘুরাইতে হইবে । ৩৫১, ৩৫৩চিত্রদ্বয় দেখিলে সহজে বুঝিতে পারা যাইবে কিরূপে ব্রাসের স্থান পরিবর্তন দ্বারা রাজ্যকয়েলের সংযোজন পরিবৰ্ত্তিত হয় । (থ) টামিনালে ময়লা পড়া বা (গ) স্কু টাইট না হওয়া হেতু টামিনাল স্থানে ভালরূপ সংযোজন ক্রিয়া না ঘটার দরুণ তইতে পারে, অথবা (ঘ) বহিপথের মধ্যে সংযোজনগুলি ভালরূপ না হওয়ার দরুণও হইতে পারে । (ঙ) ব্রাস হোল্ডারের সহিত রাজ্যকয়েলের বা টাৰ্মিনালের সংযোজক তারগুলি যদি আলগা থাকে বা ছিন্ন হয়, অথবা যদি (চ) ব্রাসগুলি কমিউটেটারের উপর যথাস্থানে স্থাপিত না হয় তাহা হইলে ডায়নামো উত্তেজিত হইবে না, (ছ) অনেক সময় ইনস্থলেসানের দোষ হেতু সর্ট সার্কিট হওয়ার দরুণ ডায়নামে ঠিকভাবে কাজ করে না। ডাক্সলামোর মথ্যে সর্ট অনাকিট হট ৪—ডায়নামে বা মোটর প্রভৃতির ন্যায় বৈদ্যুতিক যন্ত্রে সর্ট সার্কিট ঘটিলে শক্তির অপব্যয় হয়, সেই জন্য যন্ত্রগঠনে ও তার জড়াইয়া কয়েল প্রস্তুত করণে বিশেয সাবধান হইতে হয়। ডায়নামোতে নিম্নলিখিত