পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ૨8છ কয়েক প্রকারের সর্ট সার্কিট ঘটিতে পারে,—(১) রাজ্যকয়েল ও চুম্বকের মধ্যে (২) রাজ্যকয়েলের নিজের মধ্যে, (৩) আর্শ্বেচারের লৌহখণ্ডের মধ্যে, (৪) আৰ্ম্মেচার কয়েলের নিজের মধ্যে, (৫) কমিউটেটারের কোয়াগুলির মধ্যে এবং (ঙ) ব্রাসহোল্ডার গুলি ও রকারের মধ্যে। এখন কোনস্থানে সর্ট সার্কিট ঘটিয়াছে তাহ স্থির করিবার উপায় নিম্নে প্রদত্ত হইল । (১) রাজ্যকয়েল ও চুম্বকের মধ্যে সর্ট সার্কিট দেখিতে হইলে একটি ৫০ ভোল্ট বাটারি লইয়া উহার একটি পোল রাজাকয়েলের এক শেষভাগের সহিত ও অপর পোল একটি গ্যালভানোমিটারের একটি বন্ধন স্কু'র সহিত সংযুক্ত করিয়া, গ্যালভানোমিটারের অপর বন্ধন স্ত্র হইতে একটি তার লইয়া চুম্বক লৌহের যে কোন স্থানে স্পশ করাইলে যদি গ্যালভানোমিটারের চুম্বক স্থচ ঘুরিয়া যায় তাহা হইলেপ্রবাহ বহিতেছে, স্বতরাং রাজ্যকয়েল ও চুম্বকের মধ্যে সর্ট সার্কিট আছে । (২) রাজ্যকয়েলের নিজের মধ্যে সর্ট সার্কিট দেখিতে হইলে রাজ্যকয়েলের তারের স্থূলতা ও পাকসংখ্যা হইতে ঐ তারের দৈর্ঘ্য ও তাহা হইতে ইহার বাধা হিসাব করিয়া বাহির করিতে হইবে । অতঃপর বাস্তবিক উছার বাধা কি, তাহ হোয়েটষ্টোন ব্রিজ ও রেজিষ্ট্যান্স কয়েলের সাহায্যে পরীক্ষা করিয়া ঠিক করিতে হইবে। যদি এই বাস্তবিক বাধার সহিত হিসাব মত থাপার বিশেষ প্রভেদ হয়, তাহ হইলে কয়েলের নিজের মধ্যে সট সার্কিট আছে বুঝিতে হইবে। রাজ্যকয়েলে সর্ট সার্কিট হইলে, খুলিয়া পুনরায় উহাকে ঠিক ভাবে জড়াইতে হইবে। (৩) আৰ্ম্মেচার ও উহার কয়েলের মধ্যে সর্ট সার্কিট দেখিতে হইলে, কমিউটেটার হইতে ব্রাস সকল খুলিয়া লইয়া (১) এর মত আৰ্ম্মেচার কয়েলের এক শেষভাগ ব্যাটারির একপোলের সহিত ংযোগ করিয়া, ব্যাটারির অপর পোল গ্যালভালোমিটারের একটি