পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক &や8 সহিত স্থায়ীভাবে একটি বাধা সিরিজে সংযুক্ত করিয়া রাখা হয়, যাহাতে প্রদত্ত ভোলটেজের কিছু পরিমাণ ঐ বাধায় পতিত হয় ও স্বতরাং আৰ্ম্মেচার বা টাৰ্ম্মিনালদ্বয়ের ভোল্টজ কম হয় । যথা— আৰ্ম্মেচারে ২২• ভোলট প্রযুক্ত হইলে, যদি উহ। মিনিটে ও • • • বার করিয়া ঘুরিতে থাকে, তাহ হইলে আর্শ্বেচারের সহিত সিরিজে ১ ওম বtধা যুক্ত হইলে ভার অনুযায়ী উহার গতি কমিয়া যাইবে—যেমন, কোন ভারে যদি আর্শ্বেচারের মধ্যে প্রবাহ হয় ১১ আম্প, তাহা হইলে দেখা যায় যে সিরিজ বাধায় পতিত ভোলটেজের পরিমাণ= ১ × ১১ = ১১ তোলট. স্বতরাং আর্শ্বেচারে প্রদত্ত হইতেছে ২২• —১১ = ২•৯ ভোল ট, বাপ্রদত্ত ভোলটেজের ; অংশ কমিয়া বাইবে, বা উহ। মিনিটে প্রায় ৪৭০ - পাক ঘুরবে । যদি কোন ভারে আর্শ্বেচারে প্রবাহ হয় ২২ আম্প, তাহা হইলে সিরিজ বাধায় পতিত ভোলটেজ = ১ x ২২ = ২২ ভোলট, স্বতরাং আর্শ্বেচারে প্রযুক্ত ভোলটেজ = ২২•—২২= ১৯৮ভোলট বা প্রযুক্ত ভোলটেজের খু অংশ কমিয়া যাইতেছে, স্বতরাং গতিও * অংশ কমিয়া যাইবে বা উহ। মিনিটে প্রায় ৪৫• • বীর ঘুরবে। ঠিক সেইরূপ যদি কোন অধিক ভারে প্রবাহ হয় ১১- আম্প এবং আৰ্ম্মেচার উহা বহনক্ষম হয়, তাহা হইলে সিরিজ বাধায় পতিত ভোল টেজ = ১১• ভোলট বা প্রদত্ত ভোলটেজের অৰ্দ্ধেক, সুতরাং ঘুর্ণনগতি অৰ্দ্ধেক হইয় মিনিটে প্রায় ২৫ • • বার হইবে। আর মোটরের গতি পরিবৰ্দ্ধিত করিতে হইলে, যেহেতু লাইনের ভোল টেজকে পরিবৰ্দ্ধিত করিতে পারা যায় না, রাজ্যের উত্তেজনাকে ক্রস করিতে হয়, সেইজন্ত ডায়নামোর মত, ৩৬• চিত্রে দর্শিত ভাবে, সটি রাজ্যকরেলের সহিত একটি পরিবর্তনীর বাধা সিরিজে সংযুক্ত করিতে হয়। এই পরিবর্তনীয় বাধাকে হ্রাস বৃদ্ধি করিয়া রাজ্যকে প্রখর বা ক্ষীণ করা যাইতে পারে। খুব সতর্ক হওয়া প্রয়োজন যেম লাইনের সহিত আৰ্ম্মেচারকে সংযুক্ত রাখিয়া কদাপি সান্ট বা রাজ্য কয়েলকে বিযুক্ত করা না হয় । কারণ এরূপ স্থলে কেবলমাত্র যৎসামাপ্ত অবশিষ্ট চুম্বকত্ব থাকা হেতু রাজ্য অত্যন্ত ক্ষীণ হয়, স্বতরাং দুইটি ব্যাপার ঘটিতে পারে, (১) মোটর ভয়ঙ্কর গতিবান হইতে পারে, তাহাতে বেণ্টিংএর পুলি, কমিউটেটার ও আর্শ্বেচারের কয়েল প্রভৃতি টুকরা টুকরা হইয়া যাইতে পারে, বা (২) যদি অত্যধিক ভার থাকা হেতু ছুটির যাইতে সক্ষম না হয়, তাছা হইলে সামান্ত পরিমাণে ব্যাক ই, এম, এফ, প্রস্তুত হইবে, সুতরাং আর্শ্বেচারের মধ্যে এত অধিক প্রবাহ হুইবে যে তাহা