পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ૨જી જી. সমস্ত বাধাটি বিচ্ছিন্ন হইয়া যায়। অতএব ষ্টার্টারে হাণ্ডেলটিকে এক সীমা হইতে অপর সীমা পৰ্য্যস্ত চালাইতে হয়। রেগুলেটtৱ :–কিন্তু রাজ্য কয়েল প্রভৃতির উত্তেজনা হ্রাসবৃদ্ধির জন্য উহাদের সহিত যে সিরিজে সংযুক্ত পরিবর্তনীয় বাধা থাকে তাহার কিয়দংশ ব্যবহার করিতে হয় বলিয়া, উহার যে পরিমাণ বাধা ব্যবহার্য্য সেইস্থানে ঐ রেগুলেটারের হাণ্ডেলকে স্থাপিত করিতে হয়। অতএবরেগুলেটারের হাণ্ডেলকে ষ্টার্টারের হাণ্ডেলের মত এক সীমা হইতে আরম্ভ করিয়া অপর সীম! পধ্যস্ত চালান হয় না । প্রয়োজন মত কোন এক নির্দিষ্ট স্থানে রাখিতে হয় । লো ভোলট রিলীজ :– পূৰ্ব্বেই দৃষ্ট হইয়াছে যে, আৰ্ম্মেচিত্র—৩৬২ চারে প্রথম মুখেই লাইনের পূর্ণ ভোলটেজ প্রযুক্ত হয় না, কারণ তাহাতে এত অধিক প্রবাহ উৎপন্ন হুইবে যে, তদরুণ গরম হইয়া ইনস্কলেসান প্রভৃতি নষ্ট হইয়া যাইবে। সেই নিমিত্ত ষ্টার্টার ব্যবহার হয়। এখন যদি মোটরের চলন কালে হঠাৎ লাইন ভোল্‌টেজ বিহীন হয় অর্থাৎ লাইনের প্রবাহ বন্ধ হইয়া যায়, তাহা হইলে মোটরও থামিয়া যাইবে এবং বলা বাহুল্য যে ষ্টার্টারের বাধাটি আৰ্ম্মেচার হইতে বিচ্ছিন্ন আছে । এখন যদি হঠাৎ ভোলটেজ বিশিষ্ট হয় অর্থাং লাইনে প্রবাহ আইসে, তাহা হইলে ষ্টাটারের বাধাটি বিযুক্ত আছে বলিয়া লাইনের পূর্ণ ভোল্‌টেজ স্থির আৰ্ম্মেচারে প্রযুক্ত হইবে, স্বতরাং তাপোৎপত্তি হেতু আৰ্ম্মেচার নষ্ট হইয়া যাইবে । সেই নিমিত্ত এই ষ্টাটারের মধ্যে এরূপ একটি ব্যবস্থা