পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুহ-তত্ত্ব শিক্ষক ३byॐ ও তজ্জন্ত অগ্নিস্ফুলিঙ্গ ঘটতে থাকে। এবং যেহেতু এই অঙ্গি"লিঙ্গ হেতু উহার অংশ বা অংশাবলী ক্ষয় প্রাপ্ত হয়, বৈদ্যুতিক চুম্বকের সাহায্যে ইহাদিগকে নিবাইয়া দেওয়া হয় । এই ব্যবস্থাকে ‘ম্যাগনেটিক রো আউট’ (Magnetic blow out) to 1 : “it *for প্রজ্জলিত ধাতব বা কাৰ্ব্বনের বাম্প কণা ব্যতীত আর কিছুই নহে। এই ধাতব বা 5िज-७vले কাৰ্ব্বনের বাষ্পীয় কণাগুলির মধ্য দিয়া প্রবাহ বহিবার সময় উছারা গরম হইয়া "গ্নে' (Glow) করে। মুতরাং এস্থলে একটি তেজাল বৈদ্যুতিক চুম্বক থাকিলে এই প্রবাহবান বাষ্পীয় পরিচালক, চুম্বক রাজ্যে থাকা হেতু, সরিয়া যাইবে, অতএব অগ্নিস্ফুলিঙ্গ পথ বাড়িয়া যায়, সুতরাং উহা যাইতে যাইতে নিবিয়া যায়। ৩৮৯ চিত্রে বিভিন্ন প্রকারের মোটরের বিশেষত্ব রেখা দর্শিত হইয়াছে। একাধিক ভtল্লভনামেীর একত্রে কীৰ্ঘ্য :–ছুইটী ডায়নামোকে পরস্পরের সহিত সিরিজ বা প্যারালাল ভাবে সংযুক্ত করা যাইতে পারে। যেমন দুইটী সেলকে সিরিজে সংযুক্ত করিলে প্রবাহ পরিবৰ্ত্তিত হয় না, ভোল্‌টেজ পরিবদ্ধিত হয়, সেইরূপ দুইট ডায়নামোকে সিরিজে সংযুক্ত করিলে মোট ভোলটেজ উহাদের ভোলটেজের সমষ্টি হয়। কিন্তু যদি প্রবাহ পরিবঙ্কিত করিতে হয়, তাহা হইলে ডায়নামে দুইটিকে প্যারালাল ভাবে সংযুক্ত করিতে চাইবে। প্যারালাল ভাবে দুই ডায়নামোকে চালাইতে হইলে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, যেন উহাদের প্রত্যেকের ভোল্টজ সমান হয়। নচেৎ যদি একটির ভোলটেজ অপরটার ভোল্‌টেজ অপেক্ষ অধিক হয়, তাহা হইলে অধিক ভোল্‌টেজ বিশিষ্ট যন্ত্র হইতে অল্প ভোল্‌টেজ বিশিষ্ট যন্ত্রের মধ্য দিয়া প্রবাহ চালিত হইবে ( যন্ত্র দ্বয়ের ভোলটেজের ষে পার্থক্য সেই চাপ জয় ভোল্‌টেজ বিশিষ্ট