পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--------------- যথা, ৫ আম্প করিয়া প্রায় ৫৮ ঘণ্টা কাল প্রবাহ দিবে—অর্থাং ক্ষমতা প্রায় ২৯• আম্প-ঘণ্টা দৃষ্ট হইবে। ইহা ৪০৯ চিত্রে দর্শিত হইয়াছে। ব্যাটারির পাৱকত ( Efficiency );—উক্ত ব্যাটারিকে চার্জ করিতে হইলে দৃষ্ট হইবে প্রায় ৩•• আম্প-ঘণ্টা প্রয়োজন হয়, কিন্তু উহা হইতে মোটে ২৪ • আম্প-ঘণ্টা পাওয়া যায়- অর্থাং উহার পারকত। প্রায় ৮৯% । * দুই ভোল্ট ব্যাটারির ই, এম, এফ, ১৮ ভোলটে নামিয়া আসিলে বুঝিতে হুইবে ব্যাটারি ডিসচার্জড় হইয়া গিয়াছে অর্থাৎ উহা হইতে আর প্রবাহ লওয়া উচিৎ নহে। ইহার পরেও প্রবাহ লইলে ই, এম, এফ, দ্রুত শূন্তে পরিণত হয় এবং পাতগুলিতে অত্যধিক সালফেট ( PbSO, ) প্রস্তুত হয়—তখন ইহাকে পুনরায় চার্জ করা কষ্টদায়ক । সেইজন্য ই, এম, এফ, ১৮ ভোলটে পরিণত হইলে ব্যাটারিকে যত শীঘ্র সম্ভব পুনরায় চার্জ করিতে হয় । চার্জ করিবার কালে ইহার ই, এম, এফ, অতি দ্রুত প্রায় ২ ভোলটে পরিণত হয় এবং কয়েক ঘণ্টা কাল ( পূর্ণ চার্জ না হওয়া পর্যন্ত ) এই ষ্ট, এম, এফ, প্রায় সম ভাব থাকে, পরে যখন প্রায় সম্পূর্ণভাবে চার্জ হইয় আসে, তখন ই, এম, এফ, দ্রুত বাড়িয়া ২-৪ ভোলটে পরিণত হয়। চাজ্জ করিবার কালে ই, এম, এফ, এর এরূঞ্জ পরিবর্তণ ৪১• চিত্রে দর্শিত হইয়াছে। বাটারিকে চার্জ করা শেষ হইবার মুখে ই, এম, এফ, যখন ২-৪ ভোলটে পরিণত হয় তখন সঙ্গে সঙ্গে গ্যাস নির্গত হইতে থাকে এবং তরল পদার্থ ( এসিড মিশ্রিত জল ) ফুটিবার আকার ধারণ করে । ই, এম, এফ, ২ ভোল্ট হইতে ক্ৰত ২-১ ভোলটে পরিণত হইবার কারণ পাতের কুপগুলির মধ্যে B.SO, উৎপন্ন হইয়। ঐ স্থানে এসিডের গাঢ়তা বৃদ্ধি হয় । ব্যাটারিকে কিয়ংকাল ফেলিয়। রাখিলে Tফ্ৰগাঢ় এসিড কমশঃ कून भश इहेप्ड निर्गङ इहेब्रा नयख उद्रण