পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ৩১ e ডায়নামে সাধারণ অবস্থায় ঘেরূপ প্রবাহ দেয়, ইহাদের সমষ্টি লাইনের চাহিদার সষ্ঠিত সমান। আবার যদি লোড কম হয় অর্থাৎ চাহিদা অল্প হয় তাছা হইলে রেগুলেটার সাহায্যে এক্সাইটারের মধ্য দিয়া এরূপ দিকে প্রবাহ বচে যে উহা বুষ্টারের রাজ্যকয়েলকে এরূপদিকে উত্তেজিত করে যে তাহা ব্যাটারিকে চার্জ করিতে থাকে এবং তখন উৎপাদকের মধ্যে উৎপাদিত শক্তি লাইন ও ব্যাটারির মধ্য দিয়া প্রবাহিত শক্তি দ্বয়ের সমষ্টি । যখন সাধারণ অবস্থার ভার প্রযুক্ত থাকে তখন বুষ্টারের রাজ্যকয়েল উত্তেজিত হয় না— উৎপাদকের শক্তি লাইনে প্রযুক্ত হয়। অতএব দেখা যায় এরূপ প্রণালী দ্বারা উৎপাদক প্রায় একভাব ভার প্রাপ্ত হয়—ম্ভারের জল্পাধিক্যতা রিভাসিবল ৰুষ্টার সাহায্যে ব্যাটারি দ্বারা একভা বীভূতহর । ব্যাটারি সুইচ —ব্যাটারি চার্জ করিবার সময় প্রয়োজন মত সেলের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিবার নিমিত্ত ৪১৫ চিত্র দর্শিত স্বইচ ব্যবহৃত হয় । এই হইচে অপরিচালক খণ্ডদ্বারা ব্যবহিত কতকগুলি পরিচালক খণ্ড বৃত্তাকারে সজ্জিত আছে । লিভারের সহিত আবদ্ধ একটি কাৰ্ব্বন বুরুষ এই ধাতু খণ্ডকে স্পর্শ করে এবং হাণ্ডেল দ্বারা এই লিভারকে ধুরাইয় যে কোন ধাতু পণ্ডের উপর উক্ত বুকুযকে স্থাপিত ফরিতে পারা যায় । বুরুষটি একটি কার্বন খণ্ডে প্রস্তুত নষ্ঠে, দুইটি কার্বন খণ্ডে প্রস্তুত এবং তাছাদের মধ্যে প্রধান বুরুষটি লিভারের সহিত আবদ্ধ, দ্বিতীয়টি প্রধান বুরুষের সহিত একটি বাধা বিশিষ্ট - ফয়েল দ্বারা আবদ্ধ। বুধটি একখণ্ড কাববন দ্বারা প্রস্তুত হইলে (:) যদি উহ। দুষ্টটি সন্নিহিত ধাতুখণ্ডের ব্যবধান অপেক্ষা সরু হয়, তাই হইলে একটি ধাতু খণ্ডকে ত্যাগ করিয়া পরবর্তী ধাতু চিত্র – ৪ ১৫ খণ্ডে যাইবার সময় সংযোজমের বিচ্ছেদ ঘটিবে ও বিচ্ছেদ কালীন অগ্নিস্ফুলিঙ্গ ঘটিবে, আর (২) যদি উহ। ঐ ব্যবধান অপেক্ষা চওড়া হয়, তাই হইলে একটি ধাতু খণ্ড হইতে পরবর্তী ধাতু খণ্ডে যাইবার প্রাক্কালে পর পর ধাতু খণ্ড দ্বয় বুরুষ দ্বারা সংযুক্ত হইৰে, ইহাতে সংযোগের বিচ্ছেদ ঘটে না বটে, কিন্তু ঐ ধাতু