পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○)○ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক করিতে চইলে ইহার ভোল্‌টেজ অপেক্ষ ডায়নামোর ভোলটেজকে কিছু অধিক দাড় করাইতে হুইবে ও পরে ঐ অবলম্বন হইতে ভার কিছু কিছু করিয়া তুলিয়া লইতে হইবে, যতক্ষণ না পারদ পাত্রদ্বয় উঠিয়া U আকৃতি ধাতুখণ্ড দ্বারা পরস্পরের সহিত সংযুক্ত হয়। এখন ডায়নামে হইতে প্রবাহ উহার টামিনাল হইতে বহির্ভাগস্থ পারদ পত্র, তথা হইতে U আকৃতি ধাতুখণ্ড দিয়া অমৃঙাগস্থ পারদ পাত্রে, ইহা হইতে কয়েলের মধ্য দিয়া দ্বিতীয় টামিনাল ও আকুমুলেটারে প্রবাহিত হয় । স্বতরাং আকসেল ও তৎসংযুক্ত লৌহ খণ্ডদ্বয় অশ্বক্ষুরাকার চুম্বকে পরিণত হয় এবং কোন নির্দিষ্ট পরিমাণেব প্রবাহ হইলে, উহার আকর্ষণ বল এত অধিক হয় যে ভারের টান অতিক্রম করিয়া চলনক্ষম পারদ-পাত্রদ্বয়ের আধার সঙ্ক অংশটিকে টানিয়; রাখে। পরে যদি কোন সময় ডায়নামোর ভোলটেঙ্গ কমিয়া বাইতে থাকে, তাছা হইলে যখন ডায়নামোর ভোলটেজ আকুমুলেটারের ভোলটেঞ্জের সহিত সমান হইবে, সেই সময় কোনরূপ প্রবাহ রহিতে পারবে না ও কয়েলটি প্রবাহ শূন্ত হওয়ায় বৈদ্যুতিক চুম্বকের চুম্বকত্ব চলিয়া যায়, স্বতরাং উহ। আর পারদ পাত্রের আধারকে টানিয়া রাখিড়ে পারে না। অতএব পারদ পত্রিসহ ঐ আধার ভার দ্বারা নিম্নদিকে নামিয়া আসে, পারদ পাত্র দ্বয়ের মধ্যে সংযোজন বিচ্ছিন্ন হয় ও সার্কিট কাটিয়া যায়-ব্যাটারি ডিসচাজ হইবার আর আশঙ্কা থাকে না। ম্যাক্সিমাম-কাট-আউট (Maximum cut out) :অত্যধিক প্রবাহ দ্বারা আকুমুলেটার বা অন্তান্ত বৈদ্যুতিক যন্ত্রাদি খারাপ হইয়া যায় বলিয়া, এরূপ অবলম্বনের প্রয়োজন হয় যদ্বারা প্রবাহ ཡེ་སངྒཱཀྐི་ནི༔ পরিমাণকে অতিক্রম কালে সার্কিট বা বৈদ্যুতিক পথ কাটিয়া যায় । ইচাকে ম্যাক্সিমাম-কাট আউট বলে । ইহার কার্যপ্রণালী ঠিক উল্লিখিত মিনিমাম-কাট আউটের ন্যায়।