পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 62 ہج9\ ও পয়েন্টারের ঠিক নিয়েই ডিগ্রি চিহ্নিত একটি ভূ সমান্তরাল বৃত্ত H আছে । ই ২ার সাহায্যে পয়েণ্টার যতটা ঘুরিতেছে তাহ দেখা হয়। যন্ত্রটিকে ব্যবহার করিবার স্বময়ে প্রথমে উহার কয়েলকে চুম্বক মিরিডিয়ানে - আনিতে হয়। তখন চুম্বক ও কয়েল একই তলে থাকিবে । তারপর ইহার কয়েলর মধ্য দিয়া প্রবাহ পাঠাইতে হয় । প্রবাহ বচিবার সময় স্বচটি ঘুরিয়া যায় । সুচটি এখন দুইটি বলের অধীনে থাকে, একটি কয়েল দ্বারা উৎপাদিত চুম্বক রাজ্যের বল, এই বল কয়েলের তলে লম্বভাবে থাকে,এবং অপরটি ভূ-চুম্বকত্বের বল, ইহা কয়েলের তলে থাকে স্বতরাং সমকোণকারী এই চুম্বক চিত্র-—৪ ১৮ বলদ্বয়ের অধীনে চুম্বক স্বচটি উহাদের সমবদলি বলের দিকে অবস্থান করিবে । এই বলদ্বয়ের মধ্যে ভূচুম্বকত্বের বল অপরিবর্তনীয় এবং কয়েলের রাজ্যবল উহার মধ্যে বছমান প্রবাহের উপর নির্ভর করে, সেইজন্য প্রবাহ পরিমাণ অধিক হইলে সুচটি অধিক ঘুরে । যদি c আমপেয়ার প্রবাহ হেতু কমেলের তল হইতে স্বচটি a কোণ ঘুরিয়া যায় তাক হইলে, c = ১ • k tan a, সেইজন্য ইহাকে ট্যানজেণ্ট গ্যালভানোমিটার বলে । k - এই ੋਂ ; H—ভূচুম্বকত্বের গ্যালভানোমিটারের রিডাকসান ফ্যাক্টর-H": রাজ্যবল ও 瑞* গ্যালভানোমিটার কনষ্ট্যান্ট বলে । অনাইল ( sine ) গ্যালভালোমিটার –টানজেন্ট অথবা যে কোন গ্যালভানোমিটারের স্বচ-চুম্বকটির উপর যদি সৰ্ব্বত্র রাক্ত্যবল সমান হয় তাহা হইলে তাহাকে সাইন গ্যালভানোমিটার ভাবে