পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Skr (t e বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক AAAAAA AAAA AAAA AAAA AAAA AASAASAAAS আর্ক বলিয়া থাকি। ইহা হইতেই আর্ক ল্যাম্পের উৎপত্তি। এই আর্ক সৰ্ব্ব সময়ে একভাবে পাইতে হইলে ধাতু দণ্ড ব্যবহার সুবিধাজনক নহে। কারণ তাঁচার শীঘ্রষ্ট বিগলিত ও ক্ষয়প্রাপ্ত হয়। এই ধাতুদণ্ডের পরিবর্তে কাৰ্ব্বন দও ব্যবহৃত হইয়া থাকে। কাৰ্ব্বনের বাধাদায়ক শক্তি ধাতু অপেক্ষ অধিক হওয়ায় আর্ক হইবার সময় উহাদের আর্ক প্রস্তুতকারী সীমাদ্বয় প্রজ্জ্বলিত হয় এবং আর্ক প্রস্তুতকালীন উহার পরস্পরের মধ্যে * বিযুক্ত হয় এবং আর্ক সৰ্ব্বসময়ে প্রস্তুত হয় এবং বায়ু ও কার্বন-ধূম্ৰ উত্তপ্ত হইয়া বিদ্যুৎপথে অতীব বাধাদায়ক হয়, এবং সেই বাধার মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহ যাইয়া কাৰ্ব্বনের সীমাকে প্রজ্জ্বলিত করে । এই ক্রিয়ার সময় পজিটিভ কাৰ্ব্বনটি হইতে ধূম্ৰ বহির্গত হওয়ায় উহার আলোক যত না আর্ক হইতে নির্গত হয়, পজিটিভ কাৰ্ব্বনের বিন্দু হইতেই অধিক নির্গত হয়, সেইজন্ত পজিটিভ কাৰ্ব্বনকে আলোকের মুল বা জড় বলা যায়। একদিকে প্রবাহিত (Continuous current) বিচ্যুৎ শক্তির জন্ত প্রস্তুত আর্ক ল্যাম্পের পজিটিভ কাৰ্ব্বনটি নেগেটিভ কাৰ্ব্বন হইতে অধিক স্থল করা যায়। কারণ পজিটিভ কাৰ্ব্বনটি আলোকের মূল বা জড় হওয়ায় উহ শীঘ্ৰ ক্ষয় প্রাপ্ত হয়। এই আর্ক ল্যাম্পের কার্বন ক্ষয়প্রাপ্ত হইলে উহ্লাদের সৰ্ব্বদা সফখ্যবধান করিয়া দিতে হয় । এই কাৰ্য্য যাহাতে কতকট আপনা আপনি সাধিত হয় সেইজন্য ইলেক্ট স্বাগনেটিক ক্রিয়ার সাহায্য লইয়া এই আর্ক ল্যাম্প প্রস্তুত হইয়া থাকে । আর্ক ল্যাম্প দিগকে নিয়মিত কাৰ্য্য করাইতে হইলে প্রত্যহ উহার তত্ত্বাবধানের প্রয়োজন হয়। একের অধিক আর্ক-ল্যাম্প ব্যবহৃত হইলে উহার প্রায়ষ্ট সারিতে (সিরিজে series) সংযুক্ত হয় । কাৰ্ব্বনের উপকরনামুযায়ী উহাদের আলোকের রংএর ভারতম্য করিতে পারা যায়। এই সকল আঁর্ক ল্যাম্প সাধারণতঃ ৬৫ হইতে ৪০ ভেস্ট সার্কিটে ব্যবহৃত হয় । ২২• ভোল্ট সার্কিটে আর্ক ল্যাম্প ৰ্যবহার করিতে হইলে হয় উহার কোন রেজিষ্ট্যান্স কয়েলের সহিত, २८ दि